
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ২৫৫৮) এর বর্তমান পরিস্থিতি নিয়ে নিতাইগঞ্জের সাধারণ ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে অন্তর্র্বতীকালীন সরকার দেশের শাসন ব্যবস্থার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাজনৈতিক দলের মতাদর্শী নেতা কর্মীরা উক্ত ইউনিয়নের দায়িত্ব গ্রহণ করে। সেই কমিটিতে আহবায়ক হিসেবে অসুস্থ থাকা সত্ত্বেও মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান আহাম্মেদ নাম উল্লেখ করে যুগ্ম আহবায়ক (ভারপ্রাপ্ত আহবায়ক) মহানগর বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মো. সুজন মাহমুদ এবং সদস্য সচিব বিএনপি নেতা মো. শামীমকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির সময় ১ বছরের মাথায় হঠাৎ করে বিশেষ কোন কারনে বিএনপি নেতা হাসান আহাম্মেদের বলয় হতে ট্রাক শ্রমিক ইউনিয়নের দায়িত্ব স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বেপারী বুঝে নিয়েছে এমন গুঞ্জন উঠে। ঠিক তার ১ সপ্তাহ পর আবার ঐ একই কমিটিতে যুব দল নেতা সাব্বির আহমেদ শহীদ সদস্য সচিব অর্থাৎ সাধারণ সম্পাদকের দায়িত্ব বুঝে নেয় আহবায়কের কাছ থেকে। একই দিন গত বুধবার ২০ আগস্ট ইউনিয়নের অন্তর্ভুক্ত পঞ্চবটী ট্রাক স্ট্যান্ডে পৌঁছে জেলা ছাত্র দলের সাবেক সভাপতি বিএনপি নেতা জাকির খান বর্তমান ইউনিয়নের যুগ্ম আহবায়ক মো. সুজন মাহমুদ এবং সদস্য সচিব মো. শামীমকে শ্রমিকদের স্বার্থে কাজ করতে উৎসাহিত করে দায়িত্ব পালনে বিশেষ ভূমিকার জন্য আহবান করেন। এ বিষয়ে নাম পরিচয় গোপন করে নিতাইগঞ্জের একজন সাধারণ ব্যবসায়ী সাংবাদিকদের বলেন, এই ষ্ট্যান্ডে গত ২০০৪ সালে সর্বশেষ নির্বাচন হয়েছিল। এরপর আর শ্রমিক ইউনিয়নের নির্বাচন কখনো হয়নি। রাজনৈতিক পালা বদলে একেক জন একেক সময় এর দায়িত্ব নিয়েছেন। কিন্তু সাধারণ শ্রমিকরা কখনো ভোট দিয়ে নেতা নির্বাচিত করতে পারে নি। এই কারনে রাজনৈতিক দলের নেতা-কর্মীদের উপস্থিতির পাশাপাশি বহিরাগত বিভিন্ন খুনি- সন্ত্রাসীদের আনাগোনা ও অবশ্যম্ভাবী ভাবেই বৃদ্ধি পেয়েছে। আর ফ্যাসিস্ট সরকারের পতনের পর পুরো নিতাইগঞ্জ এলাকায় এই ধরনের খুনি- সন্ত্রাসীদের আনাগোনা আরও বৃদ্ধি পেয়েছে। আমরা চাই শ্রমিক ইউনিয়নের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত হউক। অন্যথায় নিতাইগঞ্জ এলাকায় ট্রাক শ্রমিক ইউনিয়নকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছি। এ বিষয়ে সাধারণ ট্রাক চালক ও শ্রমিকবৃন্দরা জানায়, আমাদের একই ইউনিয়নের বর্তমানে দুই সিন্ডিকেট নেতৃবৃন্দ। আমরা রয়েছি উৎকন্ঠায়। নেতৃবৃন্দ নির্বাচনের মাধ্যমে বা সিলেকশনের মাধ্যমে ইউনিয়নের দায়িত্ব গ্রহণ করবেন। কোন বিশৃঙ্খলা না করে শান্তির পথে সমাধান করুন। আমরা চাই সঠিক নেতৃত্বের মাধ্যমে আমাদের ট্রাকচালক ও শ্রমিক ইউনিয়নের সকল সদস্যদের উন্নয়নে কাজ করবে এমন নেতৃত্ব। তাই নির্বাচনের বিকল্প নেই।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯