
ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁ থানার ওসি’র পদশূন্য দেড়মাস ধরে। ওসি বিহীন বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও সোনারগাঁ থানা পুলিশের সূত্রে জানা যায়, দেশের গুরুত্বপূর্ণ সোনারগাঁ থানার ওসির মত একটি গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু থেকে মেঘনা সেতু এলাকা পর্যন্ত ১৬ কিলোমিটার এলাকায় প্রতিদিন ও রাতের বেলা চুরি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা পূর্বের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। থানা এলাকার বিভিন্ন স্থানে মাদকের হাট বসেছে। সর্বশেষ ৭ জুলাই নারাণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমারের সই করা এক চিঠিতে এই নিয়োগ দেওয়া হয় ওসি ইসমাইল হোসেন। সোনারগাঁ থানায় যোগদানের ৩দিনের মধ্যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসমাইল হোসেনকে ক্লোজড করে ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। গত ১০ জুলাই ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিমের এক স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেওয়া হয়েছে। এরপর দায়িত্ব পান পরিদর্শক (তদন্ত) রাশেদ খাঁন। এখন ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব পালন করছেন তিনি। স্থানীয় বাসিন্দা সুবীর বলেন, থানায় মামলা বা জিডি করতে গিয়ে তারা নানা হয়রানির শিকার হচ্ছেন। একাধিক অভিযোগ দীর্ঘদিন ঝুলে আছে। দ্রুত সমাধানের পরিবর্তে মানুষকে বারবার থানায় আসতে হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, থানায় ওসি না থাকায় সাধারণ মানুষের মামলা বা অভিযোগ সঠিকভাবে হচ্ছে না। পুলিশও দ্বিধায় থাকে, কোন সিদ্ধান্ত নেবে। এতে করে চুরি-ডাকাতির মতো ঘটনা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলো ফোন রিসিভ করেন নাই তিনি। নারায়ণগঞ্জ ‘খ’ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম জানান, এ বিষয়ে আমি অবগত। সার্কেল অফিস ওসি নিয়োগ দেয় না। রেন্জ অফিস ওসি নিয়োগ দেয়।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯