আজ মঙ্গলবার | ২৬ আগস্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ২ রবিউল আউয়াল ১৪৪৭ | সকাল ১১:১১

ফতুল্লা বিএনপিতে বিশৃঙ্খলা চরমে

ডান্ডিবার্তা | ২৬ আগস্ট, ২০২৫ | ৮:২২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লা বিএনপিতে চরম উত্তেজনা বিরাজ করছে। ফতুল্লা বিএনপির তিনজন শীর্ষ নেতাকে অব্যাহতি দেয়া এবং ও দুইজনকে কারণ দর্শানোর নোটিশ দেয়ার পর উত্তেজনা আরো বৃদ্ধি পায়। অব্যাহতি দেয়া হয়েছে কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেনকে, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মইনুল ইসলাম রতনকে ও এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান সুমনকে। নোটিশে উল্লেখ করা হয়, ৭ জুন ২০২৩ থেকে তারা সাংগঠনিক দায়িত্বে থাকলেও জেলা বিএনপির কমিটি গঠনের পর থেকে জেলা ও থানা বিএনপির কোনো কর্মসূচিতে তারা অংশ নেননি। এ বিষয়ে পূর্বে কারণ দর্শানোর নোটিশ দিলেও তারা জবাব দেননি। ফলে দলীয় গঠনতান্ত্রিক নিয়ম অনুসারে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে। একই সঙ্গে ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তাদের নোটিশে বলা হয়, সাংগঠনিক দায়িত্বে থাকলেও তারা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে কোনো কর্মসূচিতে উপস্থিত ছিলেন না। যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। সন্তোষজনক জবাব না পেলে তাদের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেয়া হবে। ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, আগে কুতুবপুর, কাশিপুর ও এনায়েত নগর ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু তারা কোনো জবাব দেননি। এজন্য গঠনতান্ত্রিকভাবে তাদের অব্যাহতি দেয়া হয়েছে। তবে তারা চাইলে থানা বিএনপির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়নি। এ বিষয়ে থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়া বলেন, দলের চেইন অব কমান্ড না মেনে আলাদাভাবে কর্মসূচি পালন করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। কারণ দর্শানোর নোটিশ দেয়ার পরও তারা জবাব না দেয়ায় অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতি পাওয়া ইউনিয়ন বিএনপির নেতারা বলেন, আসলে বিএনপির গঠনতন্ত্র এ ধরনের অব্যাহতি সমর্থন করে কিনা তা জানা উচিত। তাছাড়া যেসব কর্মসূচির অভিযোগ আনা হচ্ছে সেখানে থানা বিএনপির সাধারণ সম্পাদককেই প্রধান অতিথি করে অনুষ্ঠান হয়েছে। তাই এ বিষয়ে আমরা এখন কোনো মন্তব্য করতে চাই না।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা