
ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লা বিএনপিতে চরম উত্তেজনা বিরাজ করছে। ফতুল্লা বিএনপির তিনজন শীর্ষ নেতাকে অব্যাহতি দেয়া এবং ও দুইজনকে কারণ দর্শানোর নোটিশ দেয়ার পর উত্তেজনা আরো বৃদ্ধি পায়। অব্যাহতি দেয়া হয়েছে কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেনকে, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মইনুল ইসলাম রতনকে ও এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান সুমনকে। নোটিশে উল্লেখ করা হয়, ৭ জুন ২০২৩ থেকে তারা সাংগঠনিক দায়িত্বে থাকলেও জেলা বিএনপির কমিটি গঠনের পর থেকে জেলা ও থানা বিএনপির কোনো কর্মসূচিতে তারা অংশ নেননি। এ বিষয়ে পূর্বে কারণ দর্শানোর নোটিশ দিলেও তারা জবাব দেননি। ফলে দলীয় গঠনতান্ত্রিক নিয়ম অনুসারে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে। একই সঙ্গে ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তাদের নোটিশে বলা হয়, সাংগঠনিক দায়িত্বে থাকলেও তারা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে কোনো কর্মসূচিতে উপস্থিত ছিলেন না। যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। সন্তোষজনক জবাব না পেলে তাদের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেয়া হবে। ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, আগে কুতুবপুর, কাশিপুর ও এনায়েত নগর ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু তারা কোনো জবাব দেননি। এজন্য গঠনতান্ত্রিকভাবে তাদের অব্যাহতি দেয়া হয়েছে। তবে তারা চাইলে থানা বিএনপির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়নি। এ বিষয়ে থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়া বলেন, দলের চেইন অব কমান্ড না মেনে আলাদাভাবে কর্মসূচি পালন করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। কারণ দর্শানোর নোটিশ দেয়ার পরও তারা জবাব না দেয়ায় অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতি পাওয়া ইউনিয়ন বিএনপির নেতারা বলেন, আসলে বিএনপির গঠনতন্ত্র এ ধরনের অব্যাহতি সমর্থন করে কিনা তা জানা উচিত। তাছাড়া যেসব কর্মসূচির অভিযোগ আনা হচ্ছে সেখানে থানা বিএনপির সাধারণ সম্পাদককেই প্রধান অতিথি করে অনুষ্ঠান হয়েছে। তাই এ বিষয়ে আমরা এখন কোনো মন্তব্য করতে চাই না।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯