আজ রবিবার | ১৯ অক্টোবর ২০২৫ | ৩ কার্তিক ১৪৩২ | ২৬ রবিউস সানি ১৪৪৭ | রাত ৯:০৭

না’গঞ্জে বইছে নির্বাচনী উত্তাপ

ডান্ডিবার্তা | ১৯ অক্টোবর, ২০২৫ | ৮:৫০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে এবার বিএনপির মনোনয়ন যুদ্ধে মাঠে নেমেছে নবীন সম্বাব্য প্রার্থীরা। প্রবীনদের পাশাপাশি নবীনরাও মাঠ চষে বেড়াচ্ছেন। সেই সাথে নির্বাচনকে ঘিরে পাল্টাপাল্টি বক্তব্যে, নির্বাচনী উত্তাপ ছাড়াচ্ছে। নারায়ণগঞ্জের ৫টি আসনই বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ছিল। কিন্তু পরে আসনগুলো দখলে নেয় আওয়ামী লীগ। এবার প্রেক্ষাপট ভিন্ন। ফ্যাসিস্ট আওয়ামী জোটের পতনের পর প্রাণচঞ্চল্য ফিরে এসেছে ভোটের মাঠে। তাই আগামী নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরাও শুরু করেছেন দৌড়-ঝাঁপ। চালাচ্ছেন নিজ নিজ দলীয় হাইকমান্ডের কাছে জোর লবিং। তবে জেলার সব আসনেই বিএনপিতে রয়েছে অভ্যন্তরীণ কোন্দল। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। একটি আসনের বিপরীতে বিএনপির একাধিক প্রার্থী। তা ছাড়া ইতিমধ্যে প্রতিটি আসনেই সাবেক বিএনপির মনোনীত প্রার্থীদের জায়গা দিতে রাজি নয় বিএনপির নতুন মনোনয়ন প্রত্যাশীরা। যাকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে। রূপগঞ্জ বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু একই সাথে তার সাথে মনোনয়ন যুদ্ধে রয়েছে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ব্যবসায়ী নেতা হিসেবে পরিচিতি কাজী মনিরুজ্জামান মনির। যাকে ঘিরে সেই আসনে ইতিমধ্যে টাকার ছিটাছিটি চলছে এই আসনে বিএনপির সাবেক মনোনীত প্রার্থী হয়ে ২০০৮ ও ২০১৮ সালের কাজী মনিরুজ্জমানকে এবার তাকে কোনভাবেই স্থান দিতে রাজি নয় মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। যা নিয়ে বর্তমানে রূপগঞ্জে শুরু হয়েছে বিরোধী দলীয় নেতাদের নিজের আওতায় আনতে টানাটানির হিড়িক। এ ছাড়া ও এই আসনে বিএনপির সাবেক সাংসদ সদস্য মতিন চৌধুরীর পরিবার থেকে ও কাউকে সুযোগ দিতে রাজি নয় সেই আসনের নতুন মনোনয়ন প্রত্যাশীরা। এদিকে আড়াইহাজার আসনে বর্তমানে মনোয়ন যুদ্ধ চলছে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ একই সাথে বিএনপির নির্বাহী কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। অপরদিকে তার আজন চাচা আতাউর রহমান আঙ্গুরেরসহ বিরোধীতায় রয়েছেন এই মনোনয়ন প্রত্যাশীরা। যাকে ঘিরে ইতিমধ্যে কিছুদিন পরপরই সেই এলাকায় দ্ব›দ্ব চলমান রয়েছে। সোনারহাঁ-সিদ্ধিরগঞ্জ আসনে বর্তমানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ সদস্য আলহাজ¦ মুহাম্মদ গিয়াস উদ্দিন, শিল্পপতি হিসেবে পরিচিতি সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও জেলা বিএনপির আহŸায়ক অধ্যাপক মামুন মাহমুদ। বর্তমানে এই তিন নেতা মাঠ চষে বেড়াচ্ছেন। এদিকে বিগত দিনে এ আসনের নতুন আসা দুই নেতা গিয়াস ও মামুন মাহমুদের এই আসন নিয়ে কোন চিন্তাই ছিলো না কিন্তু আসন পুণর্বিন্যাসে এই আসনে তৎপর হয়ে উঠেছে এরা। বর্তমানে তারেক রহমানের ৩১ দফার মাধ্যমে জনগণের দ্বারে দ্বারে গিয়ে নিজের প্রচারনা ও চালাচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। ফতুল্লা আসনে আলোচনায় আছেন শিল্পপতি শাহ আলম ও সরকার হুমায়ূন ছাড়াও আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আরও রয়েছেন- জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মাশুকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মশিউর রহমান রনি। নিজ নিজ অনুসারীদের নিয়ে কর্মব্যস্ত সময় পার করছেন তারা। সকলেরই নজর কেন্দ্রের দিকে। তবে এই আসনে জোটগত প্রার্থীকেও দেখা যেতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সদর-বন্দর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকা দীর্ঘ। এ তালিকায় দলটির শীর্ষ নেতারাও যেমন রয়েছেন তেমনি আছেন শিল্পপতিরাও। তাদের মধ্যে আলোচনায় রয়েছেন শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ, মহানগর বিএনপির আহŸায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, প্রাইম গ্রæপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল। এছাড়া, আসনটিতে তিনবারের সাবেক সংসদ সদস্য আবুল কালাম এবারও মনোনয়ন প্রত্যাশী। কিন্তু বর্তমানে নারায়ণগঞ্জের বাকি চারটি আসন থেকে সব থেকে বেশি আলোচনায় এই আসনটি। এদিকে সদর-বন্দর আসনে রয়েছে হেভিওয়েট একাধিক প্রার্থী যারা বর্তমানে পাল্টাপাল্টি বক্তব্যেসহ কাঁদাছোড়াছুড়ি শুরু করে দিয়েছে, যাকে ঘিরে এই আসনের রাজনীতি অনেকটাই স্বগরম। এদিকে বর্তমানে নারায়ণগঞ্জের ৫টি আসনেই নবীন-প্রবীন নেতারা মনোনয়ন যুদ্ধে দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন। কিন্তু সকলের দাবি নারায়ণগঞ্জে সাবেক সাংসদ সদস্যদের কোনভাবেই পূনরায় নিজেদের ঘাঁটি দখল করতে দেওয়া যাবে না বলে নবীনরা মাঠে উত্তাপ ছড়াচ্ছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা