
ডান্ডিবার্তা রিপোর্ট
গতকাল শনিবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নারায়ণগঞ্জ এর উদ্যোগে ১৪ দিনব্যাপী উপজেলা, থানা আনসার মৌলিক প্রশিক্ষণ-৩য় ধাপের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলার মোট ১২৭ জন আবাসিক-অনাবাসিক প্রশিক্ষণার্থী স্বতঃস্ফূর্তভাবে এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো তৃণমূল পর্যায়ে আনসার প্লাটুনকে সুসংগঠিত করা, দেশরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা চেতনাকে আরও সুদৃঢ় করা। অভিজ্ঞ প্রশিক্ষক মÐলীর তত্ত¡াবধানে প্রশিক্ষণার্থীরা আসন্ন জাতীয় নির্বাচনসহ জাতীয় যেকোন প্রয়োজনে স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণের বাস্তবমুখী অনুশীলন সম্পন্ন করে। তরুণ প্রজন্মকে নীতি-নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ করে সুশৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে তোলাই এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য। এছাড়া অতিথি বক্তাদের দিকনির্দেশনামূলক সেশন প্রশিক্ষণার্থীদের জ্ঞানকে আরও সমৃদ্ধ ও কার্যকর করে তুলেছে। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে একযোগে দীপ্তকন্ঠে জাতীয় সেবায় আত্মনিয়োগের শপথ বাক্য পাঠ করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: জাহিদুল ইসলাম মিঞা, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কানিজ ফারজানা শান্তা, জেলা কমান্ড্যান্ট, বাংলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নারায়ণগঞ্জ। এছাড়াও সমাপনী অনুষ্টানে প্রশিক্ষনার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ মানবশক্তিতে পরিণত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আহবান জানিয়ে বলেন, আমরা যে আশরাফুল মাখলুকাত, অন্য সকল প্রাণি থেকে শ্রেষ্ঠ তার কারণ আমাদের বিবেক। আমাদের এই বিবেকবোধটুকু কাজে লাগিয়ে অন্যের দোষ না দেখে, অন্যের আশায় বসে না থেকে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে। তিনি সকলকে মানবিক হয়ে কাজ করার কথাও জানান। উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলায় পর্যায়ক্রমে মোট ৮টি ধাপে নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী মোট ১৩৬০জন (এক হাজার তিনশত ষাট) জন প্রশিক্ষণার্থীকে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯