আজ বৃহস্পতিবার | ২৮ আগস্ট ২০২৫ | ১৩ ভাদ্র ১৪৩২ | ৪ রবিউল আউয়াল ১৪৪৭ | ভোর ৫:১৮

সদর-বন্দর আসনের পুরোনো সীমানায় থাকতে চায় স্থানীয় বাসিন্দারা

ডান্ডিবার্তা | ২৭ আগস্ট, ২০২৫ | ১১:১৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সদর-বন্দর আসনের পুরোনো সীমানা ফিরে পেতে চায় এলাকাবাসী। গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ ৩, ৪, ৫ আসনে শুনানি শেষে তারা সাংবাদিকদের কাছে এ দাবির কথা জানান। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল খন্দকার খোরশেদ বলেন, এখানে আমি প্রতিবাদ জানাতে এসেছিলাম। আমাদের সদর-বন্দর আসন থেকে পাঁচটি ইউনিয়নকে কেটে সোনারগাঁও আসনের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। যার ফলে সদর-বন্দর আসনের মানুষ রাজনৈতিক, সামাজিক ও ভৌগোলিকভাবে বঞ্চনার শিকার হয়েছে। সেই বঞ্চনার কথা কমিশনকে আমি জানিয়েছি। তিনি বলেন, একটা বিরাট অংশ যদি বিভক্ত হয়ে সোনারগাঁওয়ের সঙ্গে চলে যায়, আমরা এতদিনে যেই নেতাকর্মী তৈরি করেছি তাদের মধ্যে অনেকে প্রার্থী আছে, আমরা সবাই বঞ্চিত হবো। সবচেয়ে বড় কথা নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়নকে কেটে নেওয়া হচ্ছে। ফলে যে প্রশাসনিক অখ-তার কথা বলা হয়েছে সেই অখ-কার বিষয়টা পুরোপুরি লঙ্ঘন করা হচ্ছে। তিনি আরও বলেন, আশা করি অবশ্যই নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তারা আমাদের দাবি পুনর্বিবেচনা করবে। নতুবা আমরা মনে করি আগামী কাঙ্ক্ষিত নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে এ ধরনের উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। যেখানে আমরা মনে করি যে এগুলো হাইকোর্ট-সুপ্রিম কোর্ট করলে নির্বাচন পিছিয়ে যেতে পারে। অ্যাডভোকেট মোহম্মদ হাবিবুর রহমান বলেন, প্রস্তাবিত পাঁচ আসনের ভেতরে তিনটি থানার কথা উল্লেখ করা হয়েছে সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ সদর এখন বন্দরের একাংশ। তিনটি থানা নিয়ে আমাদের সদর-বন্দর আসনের প্রস্তাব করা হয়েছে। আমরা এ প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ দীর্ঘদিন ধরে একটা ফুটবলের মতো হয়ে গেছে। আমরা প্রথমে ছিলাম নারায়ণগঞ্জ-৪ আসনের, পরবর্তীতে গেছি আমরা নারায়ণগঞ্জ-৩ আসনে আর ২০০৮ সালের পরে আমাদের দেওয়া হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনে। এখন নতুন করে আবার সীমানা পরিবর্তন করা হচ্ছে। আমরা চাই সোনারগাঁয়ের সঙ্গে থাকতে। ২০০৮ সালে সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ মিলে আসন ছিল নারায়ণগঞ্জ-৩, তেমনি করতে হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা