আজ বুধবার | ২৭ আগস্ট ২০২৫ | ১২ ভাদ্র ১৪৩২ | ৩ রবিউল আউয়াল ১৪৪৭ | রাত ৮:৫৮

আদালতে ভোটের লড়াইয়ে ৫ নারী

ডান্ডিবার্তা | ২৭ আগস্ট, ২০২৫ | ১২:৫৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটের লড়াইয়ে নেমেছেন ৫জন নারী আইনজীবী, যারা ব্যাপক প্রচারণায় নির্বাচনী মাঠে আলোচনায় আছেন। সকাল থেকে সন্ধ্যা অবধি আইনজীবী ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেছেন তারা। যাদের মধ্যে তিনজন গুরুত্বপূর্ণ পদে এবং কার্যকরী সদস্য পদে আরও দুইজন নারী আইনজীবী ভোটের মাঠে লড়াইয়ে আছেন। আদালতপাড়া সুত্রে, আগামী ২৮ আগস্ট জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে বিএনপি প্যানেল, বিএনপির বিদ্রোহী প্যানেল ও জামায়াত ইসলামীর পৃথক তিনটি প্যানেল অংশগ্রহণ করেছে। একই সঙ্গে একজন স্বতন্ত্র সহ-সভাপতি প্রার্থী নির্বাচনে ভোটের লড়াইয়ে আছেন। গতকাল মঙ্গলবার নির্বাচনী প্রচারণার শেষ দিন। সভাপতি প্রার্থী অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী অ্যাডভোকেট আনোয়ার প্রধানের নেতৃত্বে ১৭ জনের পূর্ণ প্যানেল ঘোষণা করেছে বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এই প্যানেল থেকে একমাত্র নারী প্রার্থী অ্যাডভোকেট ফাতেমা আক্তার সুইটি। তিনি কার্যকরী সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ব্যাপক ভোট প্রার্থনা করছেন তিনিও। সভাপতি পদে প্রার্থী অ্যাডভোকেট হাফিজ মোল্লা ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মাঈন উদ্দীন মিয়ার নেতৃত্বে ১৭ জনের পূর্ণ প্যানেল ঘোষণা করেছে জামায়াত ইসলামীর ল’ইয়ার্স কাউন্সিল। এই প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করেছেন অ্যাডভোকেট আফরোজা জাহান। তিনি ব্যাপক প্রচারণায় ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন। আইনজীবীদের দ্বারে দ্বারে গিয়ে তিনি প্রচারণা চালিয়েছেন ব্যাপকভাবে। ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন তিনি। অন্যদিকে বিএনপির বিদ্রোহী গ্রুপের আইনজীবীরা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের ব্যানারে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সভাপতি প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজা ও সাধারণ সম্পাদক প্রার্থী এসএম গালিবের নেতৃত্বে ১৪ জনের একটি আংশিক প্যানেল ঘোষণা করা হয়। এই প্যানেল থেকে প্রার্থীতা প্রত্যাহারের দিন কেউ প্রত্যাহার না করলেও ভোটের আগে সহ-সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা, আপ্যায়ন সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট শাহআলম শামীম ও কার্যকরী সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুর রব নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তবে এই প্যানেল থেকে তিনজন নারী আইনজীবী নির্বাচনে অংশগ্রহণ করলেও তাদের কেউই নির্বাচন থেকে সরে দাঁড়াননি। এই সাহসী তিন নারী আইনজীবী অনেক চাপ উপেক্ষা করে নির্বাচনে এখন পর্যন্ত টিকে আছেন এবং ভোটারদের মাঝে প্রচারণায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন। সকাল থেকে সন্ধা পর্যন্ত আইনজীবীদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন তারা। ভোটারদের মাঝে ভোট প্রার্থনায় ব্যাপক আলোচনায় থাকা এই তিন নারী আইনজীবী হলেন সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট নার্গিস পারভীন, সমাজ সেবা বিষয়ক সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট শাহনাজ পারভীন হীরা এবং আইন ও মানবাধিকবার বিষয়ক সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মনি গাঙ্গুলী।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা