আজ বুধবার | ২৭ আগস্ট ২০২৫ | ১২ ভাদ্র ১৪৩২ | ৩ রবিউল আউয়াল ১৪৪৭ | রাত ৮:২৬

বিগত সরকারের আমলে প্রাণবিনাশী বিভিন্ন প্রকল্প নেয়া হয়েছে

ডান্ডিবার্তা | ২৭ আগস্ট, ২০২৫ | ১১:২৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফুলবাড়ী গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে এবং সদস্য সচিব ধীমান সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক শীবনাথ চক্রবর্তী, বাসদের জেলা সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি মাহমুদ হোসেন, গণসংহতি আন্দোলনের জেলা নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ, সামাজিক সংগঠন সমমনার উপদেষ্টা দুলাল সাহা প্রমুখ। রফিউর রাব্বি বলেন, ফুলবাড়ীর আন্দোলন কেবল উত্তরাঞ্চলের মানুষের অধিকারের আন্দোলনে নয়, এইটি দেশের সকল জাতীয় সম্পদের উপর সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। সরকারের প্রাণ-প্রকৃতি বিনাশী সকল চুক্তির সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিৎ করার আন্দোলন। বিদেশি প্রতিষ্ঠানের সাথে অস্বচ্ছ প্রক্রিয়ায়, গোপনে চুক্তি করার বিরুদ্ধে আন্দোলন। তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে বিদেশি ঋণ-কোম্পানি নির্ভর কয়লা-পারমানবিক-এলএনজিকেন্দ্রীক রামপাল, রূপপুর ও মাতারবাড়ীসহ প্রাণবিনাশী বিভিন্ন প্রকল্প নেয়া হয়েছে যা দেশে ও মানুষের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনবে। তিনি ২০১৭ সালে ‘তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি’র পক্ষ থেকে নবায়ন ও অনবায়ন যোগ্য জ্বালানির সমন্বয়ে সারা দেশে সুলভে, নিরবিচ্ছিন্ন, পরিবেশবান্ধব বিদ্যুৎ জোগানের যে প্রস্তাবনা সরকারের কাছে পেশ করা হয়েছে তা বাস্তবায়নের দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালে ফুলবাড়ীতে প্রস্তাবিত কয়লা উত্তোলন চুক্তি দেশের স্বার্থবিরোধী ছিল। চুক্তি অনুযায়ী উত্তোলিত কয়লার ৯৪ শতাংশ পাবে এশিয়া এনার্জি, বাংলাদেশ পাবে মাত্র ৬ শতাংশ। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হলে স্থানীয় এলাকার জনজীবন, কৃষি ও পরিবেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হতো। তৎকালীন জোট সরকারের এই চুক্তির বিরুদ্ধে স্থানীয় জনগণ জনতার মাধ্যমে গণ-অভ্যুত্থান সংগঠিত করে। আন্দোলনের মুখে এশিয়া এনার্জি ও প্রশাসন প্রকল্প ত্যাগ করতে বাধ্য হয়। সমাবেশের শুরুতে জাতীয় কমিটির পক্ষ থেকে ফুলবাড়ী আন্দোলনে নিহত তরিকুল ইসলাম, আমিন ও সালেকিনের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা