
ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতাসহ বিএনপির ৪ কর্মীর বিরুদ্ধে ব্যবসায়ীর কাছে লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। একই সাথে ডিসি ও এসপি বরাবর অভিযোগ দিয়েছেন ওই ব্যবসায়ী। অভিযোগে জানা যায়, আটি হাউজিং এলাকার বাসিন্দা মো. মোহর চান দীর্ঘদিন ধরে টেন্ডারের মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য সংগ্রহের ব্যবসা পরিচালনা পরিচালনা করে আসছেন। এ সময় স্থানীয় কয়েকজন তার কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছিলেন। অভিযুক্তরা হলেন, ছাত্রদল নেতা হিরা (৩৫), মো. মাহাবুব (৪০), মো. সেন্টু (৪৫) ও মো. জাকির হোসেন। সবাই সিদ্ধিরগঞ্জের আটি এলাকার বাসিন্দা। ভুক্তভোগীর অভিযোগ, গত রোববার রাত ৮টা ১৫ মিনিটে অভিযুক্তরা তার হিরাঝিল পুরাতন পট্টির দোকানে গিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন ধরনের হুমকি দেয়। এছাড়া গত সোমবার দুপুর ১টা ১৫ মিনিটে তারা তার টেন্ডার নেওয়া সাইটে গিয়ে কর্মচারীদের হুমকি দেয়— দাবিকৃত টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়া হবে। মো. মোহর চান অভিযোগে উল্লেখ করেছেন, অভিযুক্তরা নিয়মিত চাপ সৃষ্টি করে তার সম্মানহানি করছে এবং তাকে হেয়প্রতিপন্ন করছে। বিষয়টি পরিবারের সঙ্গে আলোচনা করে ও স্থানীয়দের জানিয়ে অবশেষে থানায় অভিযোগ দায়ের করেছেন। হিরা বলেন, “আমি এই ঘটনার সঙ্গে যুক্ত না। উনি ভুল তথ্য পেয়ে আমার নামটি যুক্ত করেছেন। আমি ওনার সঙ্গে কথাও বলেছি। উনি আমার নামটি উইথড্রো করে নিবেন বলে জানিয়েছেন। কিন্তু বাকিদের বিষয়ে আমি কিছু জানি না।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯