
বন্দর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে বন্দর থানাধীন হাজী সিরাজউদ্দীন মেমোরিয়াল স্কুল মাঠে এ সভা বসে। অনুষ্ঠানে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক এমপি পুত্র আবুল কাউসার আশা। তিনি তার বক্তব্যে বলেন, “বিএনপি হচ্ছে বাংলাদেশের মানুষের হৃদয়ের দল। এ দলের জন্ম হয়েছিল গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং স্বাধীনতার সঠিক চেতনা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে। আজ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে আমরা নতুন উদ্যমে মাঠে নামছি। ইনশাআলাহ বন্দরের মানুষ নারায়ণগঞ্জে দৃষ্টান্ত সৃষ্টি করবে।” তিনি আরও বলেন, “দেশবাসী দেখবে নারায়ণগঞ্জের মাটি খালেদা জিয়ার ঘাঁটি, নারায়ণগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দল গড়ে তুলেছিলেন সাধারণ মানুষের শক্তিকে কেন্দ্র করে। আজ তারই সোনার ফসল বিএনপি বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক শক্তি। তাই আসুন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হই, এক ব্যানারে দাঁড়াই, প্রতিষ্ঠাবার্ষিকীকে জনতার মিলনমেলায় পরিণত করি।” নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান “আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিটি কর্মসূচিকে সফল করতে হলে সবাইকে দায়িত্বশীল হতে হবে। জনগণের আস্থা অর্জন করেই বিএনপি আবার জনগণের ক্ষমতায় ফিরবে।” সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ হান্নান সরকার, সুলতান আহমেদ, আবুল কাশেম, মোঃ সাইদুর রহমান, মোঃ সাইদ হোসেন মেম্বার, মোঃ আবুল হোসেন, মোঃ মুরসালিন, মোঃ আবুল হোসেন মেম্বার, মোঃ জাহাঙ্গীর, মোঃ শাহা আলম, মোঃ পনির ভুঁইয়া, মোঃ মহসিন প্রধান, মোঃ ফারুক চৌধুরী, মোঃ আল মামুন, মোঃ জাহিদ ভুঁইয়া, মোঃ স্বপন, আব্দুল মালেক, জামান মিয়া, মোঃ আলী, মোঃ ফয়সাল, মোঃ ইসলাম ও মোঃ মনির।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯