
ডান্ডিবার্তা রিপোর্ট
অতিরিক্ত ওজনের গাড়ি চলাচলে সোনারগাঁও পৌরসভার উপজেলা টু পৌরসভা কার্যালয় সড়কটির বেহাল দশা হয়েছে। পৌর এলাকার পার্শ্ববর্তী বৈদ্যেরবাজার ইউনিয়নের বেশ কয়েকটি শিল্পকারখানার অতিরিক্ত ওজনের ট্রাক চলাচলের কারণে এ সড়কের করুণ অবস্থা সৃষ্টি হয়েছে। সড়কের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল, পাশাপাশি বেশ কিছু অংশ দেবে গেছে, সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। পৌরসভার গুরুত্বপূর্ণ এ সড়কটির এ বেহাল দশার কারণে দুর্ভোগে পরছে পৌরবাসীসহ এ সড়কে চলাচলকারীরা। এলাকাবাসী জানায়, বৈদ্যেরবাজার ইউনিয়নে বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলেও এ শিল্প প্রতিষ্ঠানের মালবাহী শত শত ট্রাক লরি চলাচলের নির্দিষ্ট কোন সড়ক না থাকার কারণে পৌরসভার ওপর দিয়ে প্রতিদিন এসব ট্রাক চলাচলের কারণে পৌরসভার সড়কগুলোর বেহাল দশা হয়েছে। সড়কের এ বেহাল দশার কারণে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এসব ওজনবাহী গাড়ি চলাচলের কারণে ওই সড়কগুলো খানাখন্দে পরিনত হয়েছে। এছাড়া এ সড়কগুলো ছোট গাড়ি চলাচলের উপযোগী হলেও এ সড়কে বর্তমানে বড় ও ভারি গাড়ি চলার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে সীমাহীন যানজট। পৌরসভার পার্শ্ববর্তী বৈদ্যেরবাজার ইউনিয়নে আমান সিমেন্ট, ফ্রেশ, আল মোস্তফা গ্রæপ, বেঙ্গল গ্রæপ ও মাস ফিডসহ বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের কয়েকশত মালবাহী ট্রাক প্রতিদিন পৌরসভার ওপর দিয়ে চলাচল করে, এতে পৌরসভার সড়কগুলো দু’দিন পরপর ভেঙে চলাচল অনুপযোগী হয়ে যাচ্ছে। ইদানিং পৌরসভার লোকাল রাস্তা দিয়ে এসব যানবাহন চলাচলের ফলে উদ্ধবগঞ্জ-মুন্সিরাইল সড়কটি ঝুঁকির মুখে পরেছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনকে ম্যানেজ করেই এসব শিল্প প্রতিষ্ঠান ভাড়ি যানবাহন চলাচল অব্যাহত রাখছে। সোনারগাঁ পৌরসভার প্রকৌশলী তানভির আহমেদ জানান, সোনারগাঁ পৌরসভার যে সড়কগুলো রয়েছে সেগুলো দশ থেকে পনেরো টন ওজনবাহী গাড়ি চলাচলের উপযোগী। কিন্তু এ সড়কে এখন চল্লিশ থেকে পঞ্চাশ টন ওজনবাহী গাড়ি চলাচল করছে। তাই সড়কগুলো সংস্কারের দুইদিন না যেতেই আবারো খানাখন্দে পরিনত হচ্ছে। এসব মালবাহী গাড়িগুলো বিকল্প কোন সড়ক ব্যবহার না করলে এ সমস্যার সমাধান হবে না। সোনারগাঁ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম জানান, অতিরিক্ত ওজনের গাড়ি চলাচলের কারণে পৌরসভার যে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে সে সড়কটি ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানগুলোকে প্রশাসনের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়েছে এবং ক্ষতিগ্রস্ত সড়ক তাদের অর্থায়নে মেরামত করে দেয়ার জন্য বলা হয়েছে। তারা যদি এরপরও যান চলাচল অব্যাহত রাখে তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯