আজ মঙ্গলবার | ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ৮ আশ্বিন ১৪৩২ | ৩০ রবিউল আউয়াল ১৪৪৭ | দুপুর ১২:৩২

রূপগঞ্জে তেলভর্তি গোডাউনে আগুন

ডান্ডিবার্তা | ২৩ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:৫০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
রূপগঞ্জে একটি তেলভর্তি গোডাউনে ভয়াবহ অগ্নিকাÐ ঘটেছে। এতে গোডাউনে রাখা পেট্রোল, ডিজেল, অকটেন এবং মবিলভর্তি অর্ধশতাধিক ড্রাম পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার পর একাধিক ড্রাম বিস্ফোরিত হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার গন্ধর্বপুর নুরুল হক মার্কেট এলাকায় ব্যবসায়ী আনিসের তেল গোডাউনে এ আগুন লাগে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ী আনিস দীর্ঘদিন ধরে ওই এলাকায় পেট্রোল, কেরোসিন, মবিল ও ডিজেলের ব্যবসা করে আসছেন। রোববার সন্ধ্যায় হঠাৎ তার দোকানের পেছনের গোডাউনে আগুনের লেলিহান শিখা দেখা যায়। আগুনের তীব্রতা দ্রæত বৃদ্ধি পেলে তেলের ২০-২৫টি ড্রাম বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আগুন পাশের একটি দুইতলা ভবনেও ছড়িয়ে পড়ে এবং আংশিকভাবে পুড়ে যায়। আগুনের খবর পেয়ে বাড়ির লোকজন দ্রæত বাইরে চলে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কাঞ্চন নদী ফায়ার সার্ভিস ওয়ার হাউস ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, অগ্নিকাÐের ফলে গোডাউনের তেল ও মবিলভর্তি ড্রামগুলো পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে তিনি জানান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা