আজ শনিবার | ৩০ আগস্ট ২০২৫ | ১৫ ভাদ্র ১৪৩২ | ৬ রবিউল আউয়াল ১৪৪৭ | বিকাল ৫:০১

বন্দর ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সিরাজদ্দৌলাহ ক্লাব চ্যাম্পিয়ন

ডান্ডিবার্তা | ৩০ আগস্ট, ২০২৫ | ৭:৩১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দর ক্লাব লিমিটেড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বন্দরের সিরাজউদ্দৌল্লাহ ক্লাব মাঠে উৎসব মুখর পরিবেশে খেলাটি অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, বাফুফের সদস্য গোলাম গাউস, সাবেক কাউন্সিলর মোঃ সুলতান আহমেদ, আবুল কাউসার আশা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু, বন্দর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, বন্দর ক্লাব লিমিটেডের সভাপতি জিয়াউল হাসান জিসু, সাধারণ সম্পাদক মোঃ সুলতান খান, ক্রীড়া সংগঠক বিএ জোবায়ের নিপু, শহীদ হোসেন স্বপন, নেয়ামত উল্লাহ মিয়া এ সময় উপস্থিত ছিলেন। সিরাজউদ্দৌল্লাহ ক্লাব ও বঙ্গবীর সংসদ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু, বন্দর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, বন্দর ক্লাব লিমিটেডের সভাপতি জিয়াউল হাসান জিসু, সাধারণ সম্পাদক মোঃ সুলতান খান, ক্রীড়া সংগঠক বিএ জোবায়ের নিপু, শহীদ হোসেন স্বপন, নেয়ামত উল্লাহ মিয়া এ সময় উপস্থিত ছিলেন। সিরাজউদ্দৌল্লাহ ক্লাব ও বঙ্গবীর সংসদ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। তুমুল উত্তেজনা পূর্ণ খেলায় ট্রাইব্রাকারে ৪- ২ গোলে বঙ্গবীরকে পরাজিত করে সিরাজউদৌলা ক্লাব চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা