
ডান্ডিবার্তা রিপোর্ট
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে শিশু নির্যাতন বন্ধ ও শিশু অধিকার বাস্তবায়ন বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় আয়োজিত এ সভায় জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং শিশুদের নানা প্রশ্নের উত্তর দেন। জেলা প্রশাসক বলেন, “আমাদের সমাজ এখনও ওই পর্যায়ে পৌঁছায়নি যেখানে শিশুরা নিরাপদ থাকবে। বাবা-মার কাছ থেকে অন্য কোথাও তারা এখনো পুরোপুরি নিরাপদ নয়। আমাদের পরিবার আছে, কিন্তু পরিজন নেই। সবাই শহরমুখী, ফলে বাচ্চাদের সময় দিতে পারছি না। বাবা-মায়েদের আহŸান করছি, আপনারা সন্তানদের সময় দিন। তিনি আরও বলেন, “আমাদের খেলার মাঠ কমে চাচ্ছে এটা সত্য। আমাদের মাঠগুলোতে মার্কেট, অফিস বা রাস্তা নির্মাণ হচ্ছে। আমারা পরিকল্পনা করে কিছু করতে পারছি না। কারণ ছোট দেশে জনসংখ্যা অনেক বেশি। পৃথিবীতে যারা বিখ্যাত হয়েছে তারা অনেক চেষ্টা ও পরিশ্রম করে হয়েছে। কিন্তু মাঠ থাকা সত্তে¡ও আমারা এখন ফোন নিয়ে পড়ে থাকি, এটি থেকে আমাদের বের হতে হবে। সড়ক নিরাপত্তার প্রসঙ্গে তিনি বলেন, “স্কুলের সামনে জেব্রা ক্রসিং দেওয়ার বিষয়ে আমরা বিআরটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। কিন্তু প্রশ্ন হলো, আমাদের চালকেরা কি জেব্রা ক্রসিং মানবে? তারা কি সেই ক্রোসিং গুরুত্বপূর্ণ মনে করে, সেটি আগে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি আমাদের সচেতন হতে হবে। বাল্যবিবাহ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, “বাল্যবিবাহ একটি অপরাধ। আমাদের সমাজ এখন অনেক সচেতন হয়েছে, তবে অভিযোগ পেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জে যেন কোনো শিশু জন্মসনদ ছাড়া না থাকে, সেই লক্ষ্যে কাজ করছি। নারায়ণগঞ্জে অনেকেই ভাসমান, তাই এটাকে সমাধানে কিছুটা বেগ পেতে হচ্ছে। কিন্তু আমরা সেটারও সমাধানে কাজ করছি। সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এ.এফ.এম. মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সোলায়মান হোসেন, শিশু বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. সোহাইল প্রমুখ।
এছাড়া সেফ দ্য চিলড্রেন প্রতিনিধি মহুয়া আক্তার, শিশু সংগঠন নেতৃবৃন্দ স্বপ্ন বৈরাগী, তাবাসসুম আরা আদিবা, তাইয়্যেবা জাহান আলিফা, শিশু সাংবাদিক শান্ত সরকার, আনতারা সাহাজাবিন, গবেষক হাজেরা আক্তার ও মো. সৌরভ উপস্থিত ছিলেন। সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিন স্তরে ৯ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯