
ডান্ডিবার্তা রিপোর্ট
পাসপোর্ট মানুষের একটি গুরুত্বপূর্ণ জিনিস। জীবিকা নির্বাহের জন্য, চিকিৎসার জন্য এমনকি দেশ বিদেশ ভ্রমণের জন্য মানুষ পাসপোর্ট করে থাকে। নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস টি এখন আর সাধারন মানুষের আওতায় নেই। অফিসটি দালালরা ঘিরে রেখেছে। বর্তমানে নারায়ণগঞ্জ আঞ্চলিক পার্সপোর্ট অফিসে দালালদের উ’পার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এমন অবিযোগ পার্সপোর্ট করতে আসা একাধিক নাগরিকের। বর্তমানে অফিসের বিশেষ চিহ্নের মাধ্যমে সুনির্দিষ্ট দালাল চক্রের হাতে অফিসটির নিয়ন্ত্রণ। সাধারণ গ্রাহকরা নিজে পাসপোর্ট করতে গেলে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয় বলে অভিযোগ রয়েছে। এছাড়াও এই অফিসে অর্থের বিনিময়ে রোহিঙ্গাদের পাসপোর্ট করার অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক মোঃ শামীম যোগদান করার পর থেকে নাজেহাল অবস্থা এই অফিসটির। তিনি যোগদান করার পর থেকেই দালাল চক্রের আনাগোনা ও রোহিঙ্গারা বিভিন্ন কৌশলে এবং মোটা অংকের ঘুষের বিনিময় পাসপোর্ট করে নিয়েছেন বলে নাম প্রকাশ না করার শর্তে কিছু ব্যক্তি জানান। এইসব দালাল চক্র নিয়ন্ত্রণ করছেন পাসপোর্ট অফিসের ফারুক। টাকা না দিলে গ্রাহকদের বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ পাসপোর্ট অফিসের ফারুকের বিরুদ্ধে। আইনশৃঙ্খলা বাহিনী এইসব দালাল চক্রকে একাধিকবার গ্রেফতার করলেও তারা আবারও পুনরায় পাসপোর্ট অফিসের দালালি করে পাসপোর্ট অফিসের অফিসারদের অনৈতিক ভাবে লক্ষ লক্ষ আদায় করে দিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রাহক জানান, দালালদের মাধ্যমে আবেদন জমা না দিলে বিভিন্ন ধরনের হয়রানি শিকার এমনকি তাদের সাথে খারাপ ব্যবহার করছে ফারুক নামের এক কর্মকর্তা। এতে করে দিনে দিনে বাড়ছে গ্রাহক পর্যায়ে অসন্তুষ্টি এবং সরকারি কর্মকর্তাদের প্রতি করছেন বিরুপ মন্তব্য। মাঝে মাঝে লোকদেখানো অভিযান দিলেও চিহ্নিত দালাল চক্র রয়ে যায় ধরা ছোয়ার বাহিরে। তারা আরো বলেন, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সরকারি পরিচালক মোহাম্মদ শামীম যোগদান করার পর থেকে দালাল ও রোহিঙ্গাদের তৎপরতা বেড়েছে। যা পূর্বে ঘটেনি। আমরা মনে করি দালাল চক্র ও নিয়ন্ত্রণ না করতে পারার ব্যর্থতা পাসপোর্টের কর্মকর্তা শামীমের উপরেই বরতায়। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক মোহাম্মদ শামীম ও ফারুকের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হউক। উক্ত বিষয়ে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক মোহাম্মদ শামীম মুঠোফোনে বলেন, আমার বিরুদ্ধে অভিযোগটি সঠিক নয়। যদি ফারুকের বিষয়ে অভিযোগ থাকে তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তা জানিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯