আজ মঙ্গলবার | ২ সেপ্টেম্বর ২০২৫ | ১৮ ভাদ্র ১৪৩২ | ৯ রবিউল আউয়াল ১৪৪৭ | সন্ধ্যা ৭:৪৮

নাসিকের নতুন প্রশাসক আবু নছর মো: আব্দুল্লাহ

ডান্ডিবার্তা | ০২ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:২৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (পরিকল্পনা) হিসেবে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। গত রোববার স্থানীয় সরকার বিভাগের এক আদেশে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে তাকে নিযুক্ত করা হয়। গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের পর দেশের সবগুলো সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। পরে নাসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব পান স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামান। গত ২৭ আগস্ট এ কর্মকর্তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়। স্বাধীনতার পর প্রথমবার নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন আলী আহাম্মদ চুনকা। ২০০৩ সালে তার জ্যেষ্ঠ কন্যা ডা. সেলিনা হায়াৎ আইভী এ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ওই সময় বিএনপির হেভিওয়েট প্রার্থীকে পরাজিত করেন তিনি। পরে নারায়ণগঞ্জের তিনটি পৌরসভা একত্র করে সিটি কর্পোরেশন গঠন করা হলে ২০১১ সালের সিটি নির্বাচনে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে লক্ষাধিক ভোটে পরাজিত করে দেশের প্রথম নারী মেয়র হন আইভী। পৌরসভা থেকে সিটি কর্পোরেশন; টানা দুই দশকেরও বেশি সময় নগরপ্রধানের দায়িত্বে ছিলেন তিনি। মেয়র পদ থেকে অপসারিত হওয়ার কয়েক মাস পর গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় দেওভোগের বাসা থেকে গ্রেপ্তার হন জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা