আজ বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ৩ আশ্বিন ১৪৩২ | ২৫ রবিউল আউয়াল ১৪৪৭ | বিকাল ৫:৩০

নির্বাচনের আগে হারানো ইমেজ ফেরাতে চায় বিএনপি

ডান্ডিবার্তা | ১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:১৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গত বছরের ৫ আগষ্টে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের বেশ কিছু বিএনপি নেতাকর্মী বেপরোয়া হয়ে উঠে। যার কারণে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হয়। বিএনপি কয়েকজন নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিলেও বদনামটা বিএনপির কাধেই রয়ে যায়। যা নির্বাচনে প্রভাব পড়ার বিষয়টি ছেড়ে দেয়া যায় না। তাই ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনমত গঠন, বিরোধী দলের সমালোচনার জবাব ও সংস্কারের অঙ্গীকার নিয়ে ভোটারদের আশ্বস্ত করতে অক্টোবরের মাঝামাঝিতে দেশব্যাপী প্রচারাভিযান শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা শেষে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগের উদ্দেশ্যেই এই প্রচারাভিযান। বিএনপি নেতারা জানান, জেলা-উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বৈঠক, সমাবেশ ও আলোচনার মাধ্যমে এই প্রচারণা চালানো হবে। বিএনপি ইতোমধ্যে নির্বাচনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের একটি তালিকা প্রস্তুত করেছে। আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে সমমনা দলগুলোর সঙ্গে এ বিষয়ে তারা আলোচনা করবে। সরাসরি ভোটে জেতার সম্ভাবনা রয়েছে এমন নারী নেত্রীদেরও একটি খসড়া তালিকা প্রস্তুত করা হচ্ছে। একইসঙ্গে রাষ্ট্র সংস্কারের জন্য ঘোষিত বিএনপির ৩১ দফা এজেন্ডার ভিত্তিতে নির্বাচনী ইশতেহার প্রস্তুত করবে দলটি। এছাড়া, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং মিত্র রাজনৈতিক জোট ও দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগি নিয়েও বিএনপি আলোচনা শুরু করতে পারে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অপরাধের অভিযোগসহ নানাভাবে তৃণমূল নিয়ন্ত্রণে যখন বিএনপি হিমশিম খাচ্ছে, সে সময় এমন প্রচারণার সিদ্ধান্ত নিলো দলটি। তবে বিএনপি নেতারা এসব দাবিকে ‘অযৌক্তিক’ ও ‘অহেতুক সময়ক্ষেপণের কৌশল’ হিসেবে উল্লেখ করেছেন। তাদের বিশ্বাস, জামায়াতসহ কিছু দল সরকার ও বিএনপির ওপর চাপ সৃষ্টি করতে চাচ্ছে। তারা মনে করেন, এই প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা কম। তবে, দলটির উদ্বেগ হলো জামায়াতের এই কর্মসূচি নির্বাচনীকে প্রক্রিয়া ব্যাহত করতে পারে। ফলে দেশে অস্থিরতা ও ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। নির্বাচন বাধাগ্রস্ত করার যেকোনো রাজনৈতিক কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে উল্লেখ করে বিএনপি নেতা বলেন, জনগণ তাদের ভোটাধিকার আদায়ের জন্য ১৬-১৭ বছর ধরে সংগ্রাম করছে। কেবল সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংসদে রাজনৈতিক সরকার গঠনের মাধ্যমে এই অধিকার বাস্তবায়িত হবে। লন্ডনে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠকের পর বিএনপি নির্বাচনের ঘোষিত সময় নিয়ে আস্থা প্রকাশ করেছে। নেতারা মনে করছেন, নির্বাচন নিয়ে সরকারের আন্তরিকতার বিষয়ে তাদের কোনো সন্দেহ নেই।
ই-১৮ পি-৪ কলাম-১




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা