আজ বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ৩ আশ্বিন ১৪৩২ | ২৫ রবিউল আউয়াল ১৪৪৭ | দুপুর ২:৪৪

কাঁচপুরের কিশোর গ্যাং লিডার আকিব ও নবীর আতঙ্কে এলাকাবাসি

ডান্ডিবার্তা | ১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:১৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁ কাচঁপুর ইউনিয়নে মোহাম্মদ নবীর হোসেন ও আকিবের নেতৃত্বে চলছে কিশোর গ্যাং এর বিভিন্ন ক্রাইম। দেশি-বিদেশি মাদক পাইকারি ও খুচরা বিক্রি করে। টাকার বিনিময়ে কিশোর গ্যাং এর মাধ্যমে মানুষকে আক্রমণ ও গুম করে। মানুষকে জিম্মি করে মোটা অংকের টাকা দাবী করে। জোর প্রয়োগ করে অন্যের জমি দখল করে। নারী ও শিশু পাচার করে। রাত ৯টার পর থেকে কাঁচপুর হাইওয়ে রাস্তায় চাঁদাবাজি ও ছিনতাই করে। কিশোর গ্যাং, স্থানীয় এলাকাবাসীরা জানান কাচঁপুর এলাকার প্রভাবশালীদের ছত্রছায়াই দীর্ঘদিন ধরে চলছে নবীর, আকিবের, ক্রাইম, জগত ।এছাড়া গোপন সূত্রে জানা যায় এলাকার প্রভাবশালী ও প্রশাসনকে মাসোহারা দিয়েই চলছে আকিব নবীর এর এসব ক্রাইম, নারায়ণগঞ্জ সোনারগাঁ কাঁচপুর চেঙ্গাইল রোড ফ্যান ফ্যাক্টরি হইতে, মোঃ খোরশেদ ওরফে খুশুর, বাড়ির আশেপাশের রমরমা মাদকের ব্যবসা চালাচ্ছে। মোঃ নবীর হোসেন(২৭), পিতা বাবুল মিয়া, সোনাপুর এলাকার স্থানীয় বাসিন্দা, আকিব(২৬), পিতা আলমগীর গ্রাম কুমিল্লা বুড়িচং, থাকে চিটাগাং রোড ভাড়াটিয়া বাসায়, বিশেষ করে কাঁচপুর, এলাকার অলিতে গলিতে কিশোর গ্যাং লিডার, মাদক সম্রাট, নবীর আর আকিব, মাদক ছড়িয়ে দিচ্ছে অত্র এলাকায় হাতের নাগারে সহজে মাদক পেয়ে দিন দিন এলাকায়। কিশোর কিশোরীরা মাদকের আসক্ত হচ্ছে। আর মাদক সেবন করার জন্য টাকার প্রয়োজন তাই বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত হচ্ছে কিশোর কিশোরা। নবির ও আকিব খান সেনপারা কাঁচপুর সোনাপুর চেঙ্গাইল বেহাকুর খালপাড় চিটাগাং রোড সহ অসংখ্য স্পটে চলছে তাদের ফেনসিডিল ও বিভিন্ন ব্যান্ডের মদের বোতলের আড়ত হিসেবে পরিচিত। এখানে পাশাপাশি ইয়াবা মাদকদ্রব্য ও গাজা খোলামেলা বিক্রি করে। পাইকারি মাদক পেতে হলে তাদের দলের কিশোর গ্যাং এর সুপারিশ লাগে। তাদের এই মাদক ব্যবসায় এলাকাবাসী বাধা দিলে পড়তে হয় আকিব নবীর এর কিশোর গ্যাং এর হাতে। চলে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তাই ভয়ে কেউ মুখ খোলার সাহস পায় না। তাদের এই মাদক ব্যবসায় বাধা দিলে উল্টো মাদক ও অস্ত্র দিয়ে প্রশাসনের হাতে, তুলে দিবে বলে আরো বিভিন্ন কৌশল অবলম্বন করে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এছাড়াও প্রশাসনের ঝামেলা এড়াতে, মেইন রাস্তায় কিশোরগঞ্জের পাহারাদার রয়েছে প্রশাসনের গাড়ি বা কাউকে সন্দেহ হলে ফোনে বলে বলে দেয় তখন মাদক সরিয়ে ফেলে এবং তারা সতর্ক হয়ে যায়। থানা সূত্রে জানা যায়, উপজেলার কাচঁপুর এলাকার আকিব খান ও নবীর হোসেনের নামে সোনারগাঁ, সিদ্দিরগঞ্জ সহ বিভিন্ন থানায় একাধিক মাদক ও চোরচালানীর মামলা রয়েছে। দুইজনই একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা