
ডান্ডিবার্তা রিপোর্ট
আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) পক্ষ থেকে নগরীর ৬৬টি পূজা মন্ডপে প্রায় ৫ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এ ঘোষণা দেন তিনি। প্রশাসক ড. আবু নছর বলেন, “বিসর্জনের দিন কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় এবং পূজার প্রতিটি কার্যক্রম নির্বিঘেœ সম্পন্ন হয়-সে বিষয়ে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে। মানুষ যেন আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারে, সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।” তিনি আরও জানান, বঙ্গবন্ধু সড়কের ছোট-খাটো যে গর্তগুলো আছে, তা মেরামতে প্রায় ৭ লাখ টাকা ব্যয় করা হবে। বিসর্জনের স্থানে বড় মঞ্চ ও আলোকসজ্জায় প্রায় ২ লাখ টাকা ব্যয় হবে। পূজার সময় একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ করা হবে, যার সাথে পূজা পরিষদের নেতারা সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারবেন। সন্ধ্যার পরে শহরে যাতে ট্রাক প্রবেশ করতে না পারে সে বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তিনি। তিনি বলেন, ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব পুলিশের, আমরা আশা করছি তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। শহরের অবকাঠামো উন্নয়নে পরিকল্পনার বিষয়ে প্রশাসক জানান, বর্তমানে শহরে বড় ড্রেন নির্মাণকাজ চলছে, এতো বড় ড্রেন আপনারা বাংলাদেশের আর কোথাও দেখতে পাবেন না। আমরা আশা করছি, এই ড্রেনের কাজ শেষ হলে আগামী বর্ষায় নারায়ণগঞ্জে আর পানি জমবে না। সাময়িক অসুবিধা হলেও এটি নগরবাসীর জন্যই করা হচ্ছে। এছাড়া তিনি শহরের জলাবদ্ধতা দূরীকরণে নতুন উদ্যোগের কথাও উল্লেখ করেন। বঙ্গবন্ধু সড়কে কিছু ভ্যানগাড়ি চালু করা হবে, যাদের কাজ হবে রাস্তায় পড়ে থাকা পলিথিন সংগ্রহ করা। তিনি বলেন, জলাবদ্ধতার প্রধান কারণ হলো পলিথিন। নিয়মিত অপসারণ করলে পানি চলাচলে আর বাধা সৃষ্টি হবে না। সভায় তিনি আরও জানান, ভবিষ্যতে নারায়ণগঞ্জে পাবলিক লাইব্রেরি, চাইল্ড কেয়ার সেন্টার এবং আরও কিছু নতুন জনসেবামূলক প্রকল্প হাতে নেওয়া হবে। এ বিষয়ে অচিরেই নগরবাসীর সাথে মতবিনিময় সভা করা হবে বলে জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসাইন, সচিব নূর কুতুবুল আলমসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯