আজ শুক্রবার | ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ৪ আশ্বিন ১৪৩২ | ২৬ রবিউল আউয়াল ১৪৪৭ | দুপুর ১:৩৩

নির্বাচন বানচালে পিআর নামক ষড়যন্ত্র

ডান্ডিবার্তা | ১৯ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:০৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আগামী ফেব্রæয়ারিতে যাতে নির্বাচন না হয় সে জন্য গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ বিএনপির একাধিক নেতা। কারণ পিআর যারা চাচ্ছেন তাদের জনগণের প্রতি আস্থা নেই। তারা শুধৃ ক্ষমতায় আসার জন্য এ ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা বলেন, জামায়াত কয়েকটি দাবি নিয়ে মাঠে নেমেছে। আমরাও পিআর নামক ষড়যন্ত্র রুখতে মাঠে নামছি। আমরা জনগণের সিদ্ধান্তের প্রতি সন্মান জানাই। আমরা জনগণের সিদ্ধান্তকে মাথা পেতে নিব। কিন্তু নির্বাচন বানচালের কোন ষড়যন্ত্রকে আমরা সহ্য করব না। আমরা এই পিআর টিআর বুঝি না। আমরা বুঝি জনগণ যাকে ভোট দিবে সে নির্বাচিত হবে। আমাদের আস্থা জনগণের প্রতি। যাদের জনগণের প্রতি আস্থা নেই তারাই পিআর চায় আর পিআর নামক ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা জনগণের পক্ষে আছি। তারা জনগণের কাছে পিআর প্রদ্ধতির ভুল ব্যখ্যা দিচ্ছে। তারা জনগণকে এটা বলে না আপনি আমাকে ভোট না দিলেও আমি এমপি হব। আমরা এ ধরনের সিস্টেমকে মানি না। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআরের (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পক্ষে নয় বিএনপি। এটার কোনো ভিত্তি নেই। দেশের সিদ্ধান্ত নিজেদেরই নিতে হবে এবং সেটা ঐক্যবদ্ধভাবে। যেকোনো বিষয় আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে মনে করে বিএনপি। তিনি বলেন, আমরা আগেও বলেছি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। মির্জা ফখরুল বলেন, আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দিয়ে অহেতুক চাপ সৃষ্টি করা গণতন্ত্রের জন্য শুভ নয়। পিআর পদ্ধতি সামনে আনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যখনই কোনো দল মনে করে, একটি পদ্ধতি তাদের রাজনৈতিক সুবিধা দেবে তখন সেটিকেই জোর করে চাপিয়ে দিতে চায়। এটি রাজনৈতিক ঈর্ষা ও স্বার্থান্বেষী মানসিকতার বহিঃপ্রকাশ। পিআর পদ্ধতিকে সামনে আনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে। উদ্দেশ্য হলো নির্বাচন বানচাল করা। রুহুল কবির রিজভী বলেন, প্রস্তাবিত পিআর পদ্ধতি উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র, যা দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। বিএনপি গণতন্ত্রের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। গণতন্ত্র মানে ভিন্নমতকে সহ্য করা এবং তা প্রকাশের সুযোগ দেওয়া। আমাদের দৃষ্টিতে দেশের সব রাজনৈতিক দল ও জোট তাদের নিজস্ব মত, দাবি-দাওয়া ও কর্মসূচি প্রকাশের অধিকার রাখে। কিন্তু হঠাৎ করে পিআর পদ্ধতিকে সামনে এনে এটিকে ছাড়া নির্বাচন সম্ভব নয়-এমন অবস্থান নেয়া উদ্দেশ্যপ্রণোদিত এবং গণতন্ত্রকে বিভ্রান্ত করার চেষ্টা। রিজভী বলেন, পিআর পদ্ধতির বিষয়ে জনগণের তেমন কোনো আগ্রহ নেই এবং সাধারণ মানুষ এই পদ্ধতি সম্পর্কে জানেও না। এটি জনগণের চেনা রাজনৈতিক সংস্কৃতি ও অভ্যস্ত ভোটাধিকার প্রয়োগের প্রথার সঙ্গে সাংঘর্ষিক। মানুষ চায় পরিচিত এলাকার প্রার্থীকে ভোট দিতে-অপরিচিত ‘দলীয় তালিকা’ ভিত্তিক ভোটিং সিস্টেম তাদের কাছে অগ্রহণযোগ্য। তিনি বলেন, ইসরায়েল ও নেপালসহ অনেক দেশে পিআর পদ্ধতির কারণে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়েছে। এমনকি ফ্রান্সের মতো উন্নত দেশে এই পদ্ধতি নিয়ে নতুন করে ভাবা হচ্ছে। বাংলাদেশের মতো অপরিণত গণতন্ত্রে এটি ধ্বংসাত্মক হতে পারে। আর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পরীক্ষামূলক প্রয়োগ, যেখানে ব্যাপক কারচুপি হয়েছিল, তেমনভাবে পিআর পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগও বিপজ্জনক হতে পারে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা