
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে এনসিপি’র কার্যক্রম চোখে পড়ছে না। নির্বাচন ঘনিয়ে আসছে তবু তাদের তেমন কার্যক্রম নেই। অনান্য দলের প্রার্থীদের মাঠে দেখা গেলেও এসপিবি’র কোন প্রার্থীকে নির্বাচনী প্রচারনায় দেখা যাচ্ছে না। নারায়ণগঞ্জে জুলাইয়ের পদযাত্রার পর থেকেই আচমকা এনসিপির সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। তাছাড়া নারায়ণগঞ্জে এনসিপির সম্ভাব্য সাংসদ প্রার্থীরাও প্রতিনিয়ত জনসম্পৃক্ততা এবং জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে গণসংযোগ এবং বিভিন্ন বৈঠক সভা করে নিজের সাংগঠনিক অবস্থান পাকাপোক্ত এবং নতুন দল হিসেবে জনসাধারণের দ্বারপ্রান্তে দলটির রাজনৈতিক আদর্শ পৌছে দেয়ার লক্ষ্য ছিল। কিন্তু হঠাৎ আচমকা এনসিপি নারায়ণগঞ্জে তাদের সাংগঠনিক কার্যক্রম থেকে স্থবিরতা দেখা দিয়েছে। সূত্র বলছে, গত ১৮জুলাই জুলাই পদযাত্রার অংশ হিসেবে নারায়ণগঞ্জে আসেন এনসিপির দলীয় প্রধানরা। এর আগে ১৬ জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জে হত্যার উদ্দেশ্যে এনসিপির নেতাদের উপর হামলা চালায় আওয়ামীলীগ। এর দুদিন পরই নারায়ণগঞ্জে আসেন এনসিপির সেসকল কেন্দ্রীয় নেতারা। তাদের আগমনের পর এনসিপি নেতা থেকে সমর্থকরা উজ্জেবীত হন এবং জনসাধারণের মাঝে এনসিপিকে নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। কিন্তু জুলাইয়ের পথসভার পর থেকেই নারায়ণগঞ্জে এনসিপির সাংগঠনিক কার্যক্রম অনেকটা স্থবির হয়ে আসে। এছাড়া এনসিপির জেলা কমিটি গঠনের জন্য সমন্বয় কমিটি গঠন করা হলোও এখনো এনসিপির জেলা কমিটি গঠন হয়নি। তবে ইতিমধ্যে বিভিন্ন থানা উপজেলার কমিটি গঠন করেছে এনসিপি। নারায়ণগঞ্জে এনসিপির নেতৃত্বে থাকা এবং সাংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী অগ্রভাগের নেতারাই এনসিপির কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্বরত। তারা হচ্ছেন- কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম মুখ্য সমন্বয়ক তুহিন মাহমুদ এবং কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তন, সংগঠক (দক্ষিণঅঞ্চল) শওকত আলী এবং তাদের সাথে যুক্ত হয়েছে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির সিনিয়র সংগঠক ইয়াছিন আরাফাত, সংগঠক নিরব রায়হান- সাইফুল ইসলাম। মূলত, তাদের নেতৃত্বেই এনসিপি নারায়ণগঞ্জ জুড়ে নেতৃত্ব বিকাশের জন্য নেতৃত্ব দিচ্ছিলেন। সেই সাথে সাংগঠনিক ভিত্তি মজবুত করতে স্থানীয় ভাবেও তাদের এলাকাভিত্তিক কার্যক্রম চালিয়েছেন। সেই সাথে আগামী নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি হিসেবে বিভিন্ন জায়গায় গণসংযোগ জনসাধারণের সাথে মত বিনিময় করেছেন। এছাড়া ব্যানার ফেস্টুনের মাধ্যমে নিজেদের পরিচিতি বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক ভাবে প্রচার করেছেন। কিন্তু হঠাৎ জুলাই মাসের পর থেকেই তাদের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। যার ফলে বিগত কয়েকদিনে তাদের সাংগঠনিক কার্যক্রম একেবারেই ছিল স্থবির।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯