আজ শনিবার | ২০ সেপ্টেম্বর ২০২৫ | ৫ আশ্বিন ১৪৩২ | ২৭ রবিউল আউয়াল ১৪৪৭ | সন্ধ্যা ৬:৪৫

নারায়ণগঞ্জে থমকে গেছে এনসিপি

ডান্ডিবার্তা | ২০ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:৩২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে এনসিপি’র কার্যক্রম চোখে পড়ছে না। নির্বাচন ঘনিয়ে আসছে তবু তাদের তেমন কার্যক্রম নেই। অনান্য দলের প্রার্থীদের মাঠে দেখা গেলেও এসপিবি’র কোন প্রার্থীকে নির্বাচনী প্রচারনায় দেখা যাচ্ছে না। নারায়ণগঞ্জে জুলাইয়ের পদযাত্রার পর থেকেই আচমকা এনসিপির সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। তাছাড়া নারায়ণগঞ্জে এনসিপির সম্ভাব্য সাংসদ প্রার্থীরাও প্রতিনিয়ত জনসম্পৃক্ততা এবং জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে গণসংযোগ এবং বিভিন্ন বৈঠক সভা করে নিজের সাংগঠনিক অবস্থান পাকাপোক্ত এবং নতুন দল হিসেবে জনসাধারণের দ্বারপ্রান্তে দলটির রাজনৈতিক আদর্শ পৌছে দেয়ার লক্ষ্য ছিল। কিন্তু হঠাৎ আচমকা এনসিপি নারায়ণগঞ্জে তাদের সাংগঠনিক কার্যক্রম থেকে স্থবিরতা দেখা দিয়েছে। সূত্র বলছে, গত ১৮জুলাই জুলাই পদযাত্রার অংশ হিসেবে নারায়ণগঞ্জে আসেন এনসিপির দলীয় প্রধানরা। এর আগে ১৬ জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জে হত্যার উদ্দেশ্যে এনসিপির নেতাদের উপর হামলা চালায় আওয়ামীলীগ। এর দুদিন পরই নারায়ণগঞ্জে আসেন এনসিপির সেসকল কেন্দ্রীয় নেতারা। তাদের আগমনের পর এনসিপি নেতা থেকে সমর্থকরা উজ্জেবীত হন এবং জনসাধারণের মাঝে এনসিপিকে নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। কিন্তু জুলাইয়ের পথসভার পর থেকেই নারায়ণগঞ্জে এনসিপির সাংগঠনিক কার্যক্রম অনেকটা স্থবির হয়ে আসে। এছাড়া এনসিপির জেলা কমিটি গঠনের জন্য সমন্বয় কমিটি গঠন করা হলোও এখনো এনসিপির জেলা কমিটি গঠন হয়নি। তবে ইতিমধ্যে বিভিন্ন থানা উপজেলার কমিটি গঠন করেছে এনসিপি। নারায়ণগঞ্জে এনসিপির নেতৃত্বে থাকা এবং সাংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী অগ্রভাগের নেতারাই এনসিপির কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্বরত। তারা হচ্ছেন- কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম মুখ্য সমন্বয়ক তুহিন মাহমুদ এবং কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তন, সংগঠক (দক্ষিণঅঞ্চল) শওকত আলী এবং তাদের সাথে যুক্ত হয়েছে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির সিনিয়র সংগঠক ইয়াছিন আরাফাত, সংগঠক নিরব রায়হান- সাইফুল ইসলাম। মূলত, তাদের নেতৃত্বেই এনসিপি নারায়ণগঞ্জ জুড়ে নেতৃত্ব বিকাশের জন্য নেতৃত্ব দিচ্ছিলেন। সেই সাথে সাংগঠনিক ভিত্তি মজবুত করতে স্থানীয় ভাবেও তাদের এলাকাভিত্তিক কার্যক্রম চালিয়েছেন। সেই সাথে আগামী নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি হিসেবে বিভিন্ন জায়গায় গণসংযোগ জনসাধারণের সাথে মত বিনিময় করেছেন। এছাড়া ব্যানার ফেস্টুনের মাধ্যমে নিজেদের পরিচিতি বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক ভাবে প্রচার করেছেন। কিন্তু হঠাৎ জুলাই মাসের পর থেকেই তাদের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। যার ফলে বিগত কয়েকদিনে তাদের সাংগঠনিক কার্যক্রম একেবারেই ছিল স্থবির।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা