আজ শনিবার | ২০ সেপ্টেম্বর ২০২৫ | ৫ আশ্বিন ১৪৩২ | ২৭ রবিউল আউয়াল ১৪৪৭ | রাত ৯:৫৭

শেখ রেহানার সাথে সালমান এফ রহমানের কলরেকর্ড ফাঁস!

ডান্ডিবার্তা | ২০ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:৪৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফ্যাসিস্ট হাসিনা আর রেহানা দুবোন গত বছরের ৫ আগষ্ট একই হেলিকপ্টারে করে পালিয়ে যায় ভারতে। এবার সেই সময়ের একটি টেলিসংলাপের অডিও ফাঁস হয়েছে। প্রকাশিত সেই অডিওতে শোনা যায় ফ্যাসিস্ট শেখ হাসিনার বোন ফ্যাসিস্ট শেখ রেহানা এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা দরবেশ বাবা খ্যাত ফ্যাসিস্ট সালমান এফ রহমানের মধ্যে টেলিফোনে হওয়া এক গোপন কথোপকথন। অডিওটির সবচেয়ে আলোচিত অংশে দাবি করা হয়, এই কলটি করা হয়েছে শেখ হাসিনা ও শেখ রেহানার দেশত্যাগের মুহূর্তে, হেলিকপ্টারে বসেই! কথোপকথনে উঠে আসে বাংলাদেশে সামরিক আইন জারির পরিকল্পনার ইঙ্গিত এবং আশঙ্কা, যেন এক দুঃস্বপ্নের বাস্তবচিত্র। অডিওতে আরও শোনা যায়, শেখ রেহানা সালমান এফ রহমানকে দ্রæত নিরাপদ স্থানে সরে যেতে বলছেন, এবং তার ছেলে ববি ও মেয়ে টিউলিপ সিদ্দিক ‘কনভিন্সড’ হয়েছে কিনা, সে বিষয়েও জিজ্ঞাসা করছেন। পুরো আলাপে এক ধরনের আতঙ্ক ও তাড়াহুড়া স্পষ্টভাবে ধরা পড়ে। যদিও আলাপের নির্দিষ্ট গন্তব্য বা সময়কাল নিশ্চিতভাবে যাচাই করা যায়নি, তবুও এটি নিয়ে তৈরি হয়েছে গভীর রাজনৈতিক ও সামাজিক আলোড়ন। গোপন সূত্রে জানা যায়, বর্তমানে শেখ রেহানা অবস্থান করছেন লন্ডনে, তার মেয়ে টিউলিপ সিদ্দিক এর সঙ্গে। আর গত বছরের ১৩ আগস্ট, ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। দরবেশ বাবা খ্যাত সালমান তার সেই লম্বা সাদা দাড়ি গুলো কেটে ফেলেছিলেন ছদ্মবেশে পালানোর জন্য। কিন্ত, শেষমেশ কোস্ট গার্ডের জালে ধরা পড়েন ঢাকার সদর ঘাটে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা