
ডান্ডিবার্তা রিপোর্ট
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে ৬৩ তম মহান শিক্ষা দিবস স্মরণে ছাত্র সমাবেশ ও পরবর্তী ‘৬২ শহিদের স্মরণে শহিদ মিনারে পুষ্প অর্পণ করা হয়। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে মহান শিক্ষা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহŸায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক নাছিমা সরদার, শহর কমিটির সংগঠক মোঃ রাজু আহমেদ, সরকারী তোলারাম কলেজের সংগঠক ইফতি আহমেদ জিহাদ, সরকারী কদমরসুল কলেজের সংগঠক আহমেদ রবিন স্বপ্ন প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আজ থেকে ৬৩ বছর পূর্বে পাকিস্তানি শাসক আইয়ুব খানের শাসনামলে ১৯৬২ সালে শিক্ষা সচিব এস. এম. শরীফের নেতৃত্বে একটি শিক্ষা কমিশন গঠন করা হয়, যার মূল উদ্দেশ্য ছিল শিক্ষা সংকোচন ও শিক্ষার বাণিজ্যিকীকরণ। “টাকা না থাকিলে, উচ্চশিক্ষা মিলিবে না” — এই ছিল শিক্ষানীতির মূল বক্তব্য। ১৯৬২ সালের ১৭ই সেপ্টেম্বরে শিক্ষার্থীরা আন্দোলন গড়ে তুললে সামরিক জান্তার গুলিতে মোস্তফা, বাবুল ও ওয়াজিউল্লাহ শহীদ হন। পরবর্তীতে ছাত্র আন্দোলনের চাপে সামরিক শাসক শিক্ষার বাণিজ্যিকীকরণের সেই শিক্ষানীতি বাতিল করতে বাধ্য হয়। স্বাধীন দেশে প্রথম কুদরতে খুদা শিক্ষা কমিশন থেকে শুরু করে কবীর চৌধুরী শিক্ষা কমিশন পর্যন্ত সবগুলো কমিশনই মূলত শিক্ষার সংকোচন ও শিক্ষার বাণিজ্যিক ধারা বজায় রেখেছে। ফলে দেশে আজ শিক্ষার সংকট ভয়াবহ রূপ নিয়েছে। বর্তমানে শিক্ষায় জাতীয় বাজেট মাত্র ১২.১০৭ শতাংশ, যেখানে ছাত্রসমাজের দাবি জাতীয় বাজেটের ২৫ শতাংশ। নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষার নামে ভর্তি ফি বৃদ্ধি ও নামে-বেনামে ফি আদায় চলছে। ২০-২১ শিক্ষাবর্ষে ফরম পূরণের জন্য অতিরিক্ত ফি নির্ধারণ করা হয়েছিল। শিক্ষার্থীদের পর্যাপ্ত আবাসন, ক্লাসরুম, লাইব্রেরি-সেমিনার কক্ষ, পরিবহন নেই। প্রতিটি কলেজে রয়েছে শিক্ষকের সংকটসহ নানাবিধ সমস্যা। কিন্তু প্রশাসনকে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নিতে দেখা যায় না। শিক্ষার এই সংকট বুর্জোয়া শাসকশ্রেণী টিকিয়ে রেখেছে, ফলে বারবার ছাত্র আন্দোলন গণআন্দোলনে রূপ নিয়েছে। নেতৃবৃন্দ বলেন, নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যে অন্যতম শিল্পোন্নত ধনী জেলা। কিন্তু নেই কোন পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ। নারায়ণগঞ্জের কলেজগুলোতে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচনের দাবি করে আসছে, কিন্তু প্রশাসন কর্ণপাত করছে না। অন্যদিকে, আবাসন সংকটের কারণে শিক্ষার্থীদের বাইরে মেস ভাড়া করে থাকতে হয়, যা তাদের শিক্ষাজীবনকে অনিশ্চিত করে তুলেছে। সমাবেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন, অতিরিক্ত ফি বৃদ্ধি বন্ধ, প্রতিটি কলেজে ক্লাসরুম বৃদ্ধি, সেমিনার কক্ষ স্থাপন, হল ডাইনিংয়ের খাবারের মান উন্নয়নসহ শিক্ষার্থীদের সমস্যা সমাধানে রাষ্ট্রকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহŸান জানানো হয়। সমাবেশ শুরু হওয়ার পূর্বে ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নারায়ণগঞন্জ শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন করা হয়।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯