আজ সোমবার | ২২ সেপ্টেম্বর ২০২৫ | ৭ আশ্বিন ১৪৩২ | ২৯ রবিউল আউয়াল ১৪৪৭ | দুপুর ১:০৫

আজ না’গঞ্জে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ডান্ডিবার্তা | ২২ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:৪৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সোমবার নারায়ণগঞ্জ সফর করবেন। তার এই সরকারি সফরে তিনি পূজা মÐপ পরিদর্শন করবেন এবং জেলার সকল পর্যায়ের প্রশাসনিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। সফরসূচি অনুযায়ী, উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সকাল সোয়া ৯টায় তার বারিধারার বাসভবন থেকে সড়কপথে নারায়ণগঞ্জের উদ্দেশে যাত্রা করবেন। সকাল সোয়া ১০টায় তিনি নারায়ণগঞ্জ জেলায় পৌঁছাবেন। প্রথম কর্মসূচির অংশ হিসেবে, সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত তিনি নগরীর আমলাপাড়া সার্বজনীন দুর্গাপূজা মÐপ পরিদর্শন করবেন। এ সময় তার সঙ্গে থাকবেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। এরপর, সকাল সোয়া ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত তিনি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। এই সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন পুলিশ ইউনিট, র‍্যাব, সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এই বৈঠকটি হবে মূলত জেলার সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করার জন্য। দুপুর সাড়ে ১২টায় তিনি নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন এবং বাংলাদেশ সচিবালয়ে উপস্থিত হবেন। এই সরকারি সফরে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার একান্ত সচিব, উপপ্রধান তথ্য অফিসার (পরিচালক) এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সহকারী একান্ত সচিব সফরসঙ্গী হিসেবে থাকবেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা