
ডান্ডিবার্তা রিপোর্ট
এবার ক্ষমতার দাপটে একটি এলাকার নাম পাল্টে দিতে ব্যাপক দৌড়ঝাপ চালাচ্ছে স্থানীয় বিএনপির নেতারা । এমন ঘটনায় গত কয়েকদিন যাবৎ ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে পুরো এলাকাজুড়ে। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের চর কাশিপুর কামাল বাজার এলাকায়। চাঞ্চল্যকর এমন পুরো এলাকার নাম পরিবর্তনের চক্রান্তের বিরুদ্ধে ফুসে উঠেছে বৃদ্ধ কিশোর যুবকসহ সকলেই। এলাকার নাম পাল্টাতে এবং প্রভাব বিস্তার করতে সাবেক ছাত্রদল নেতা সাইদুরসহ একটি ভূমিদস্যূ সিন্ডিকেটের লোকজন কামাল বাজার এলাকাকে মধ্য নরসিংপুর নাম করন করতে অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন পুরো এলাকার অনেকেই। ভূমিদস্যূ সাইদুর সিন্ডিকেট জোরপূর্বকভাবে দীর্ঘদিন যাবৎ কামাল বাজার কে মধ্য নরসিংপুরের আওতায় আনতে এলাকার শান্তিপ্রিয় সকলকে নানাভাবে হুমকিও দিচ্ছে। যার কারণে কামাল বাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। একদিকে সাইদুরসহ তার ভূমিদস্যূ সিন্ডিকেটের দৌড়াত্ম অপরদিকে পুরো কামাল বাজার এলাকার শান্তিপ্রিয় সাধারণ মানুষের মাঝে রয়েছে আতংকের চিহ্ন। ফতুল্লার কাশিপুর ইউনিয়ন পরিষদ এলাকার কামাল বাজার এলাকা টি মধ্য নরসিংপুর হিসেবে নামকরন করতে সাইদুর ও তার বাহিনী নিয়ে বৃহস্পতিবার কামালবাজার এলাকায় মহড়া দিয়ে আতংকের সৃষ্টি করে । জোড়পূর্বক এই কামাল বাজারের নাম পাল্টে ফেলতে এবং মধ্য নরসিংপুর এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। অথচ যুগের পর যুগ যাবৎ কামাল বাজারবাসী নিজেদেরকে চর কাশিপুর এলাকা হিসেবে পরিচয় দিয়ে বসবাস করছে। এলকাবাসী বিএনপির এই নেতা সাইদুরসহ তার বাহিনীর কোন হুমকি ধামকিকে তোয়াক্কা না করে যেই নামে পরিচয় দিয়ে আসছে সেই নামে বহাল রাখতে সোচ্চার অবস্থানে রয়েছে।
এলাকাবাসী জানায়, চর কাশিপুর কামাল বাজার এলাকায় একটি মসজিদ নির্মান করে মধ্য নরসিংপুর এলাকা হিসেবে সাইনবোর্ড সাটিয়ে দিয়েছে সাইদুর ও তার লোকজন। আর এমন ঘটনায় কামাল বাজারবাসী আপত্তি করেন এই নামকরণে। কামাল বাজার এলাকা হলো চর কাশিপুর এলাকা হিসেবে পরিচিত। তারা কোন ভাবে মধ্য নরসিংপুর এলাকা হিসেবে মেনে নিতে রাজি নয়। তাদের ভোটার আইডি কার্ডে চর কাশিপুর লেখা রয়েছে। হঠাৎ করে সাইদুর গংরা কামাল বাজার এলাকায় প্রভাব বিস্তার করতে মধ্য নরসিংপুর এলাকার আওতায় নেয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন ঘটনায় কাশিপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির কাশিপুর সাংগঠনিক সম্পাদক মো: আলমগীর জানান, কামাল বাজার এলাকা চর কাশিপুর হিসেবে পরিচিত। এটাকে মধ্য নরসিংপুর এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে সাইদুর ও তার লোকজন। এলাকার নাম পরিবর্তন করে কি ধরনের ফায়দা লুটতে চাইছে আমার বোধগম্য নয়। কামাল বাজারবাসী তারা যেই নামে পরিচয় দিতে চায় সেই নামে পরিচয় দিবে। কেউ নাম পরিবর্তন করতে পারবে না। কাশিপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল বেপারী বলেন, কামাল বাজার নিয়ে চর কাশিপুর ও মধ্য নরসিংপুর নাম নিয়ে ঝামেলা চলছে শুনেছি। আগামী সোমবার আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হবে। কামাল বাজার এলাকার অনেকেই বলেন, যুগের পর যুগ যাবৎ এই এলাকায় বাড়ি করে বসবাস করে আসতেছি। আর পূর্ব থেকেই জেনে আসছি এই এলাকার নাম চর কাশিপুর কামাল বাজার। এই নামে আমরা পরিচয় দিয়ে আসছি এবং চর কাশিপুর হিসেবে আমাদের ভোট হয়েছে এবং জাতীয় পরিচয়পত্র চর কাশিপুর দেয়া রয়েছে। হঠাৎ করে সাইদুরসহ তার বাহিনী কামাল বাজারকে মধ্য নরসিংপুর এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করতে দৌড়ঝাপ চালাচ্ছে। কোন উদ্দেশ্যে কিসের লাভে তারা নাম পরিবর্তন করতে চাইতে বুঝতে পারছি না। আমরা এমন ঘটনায় চরমভাবে ক্ষুব্দ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সাইদুর বাহিনীর এমন কর্মকান্ডে। এমন ঘটনায় সাইদুর রহমানকে একাধিক বার ফোন করা হলেও মুঠোফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায় নাই।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯