আজ মঙ্গলবার | ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ৮ আশ্বিন ১৪৩২ | ৩০ রবিউল আউয়াল ১৪৪৭ | দুপুর ১২:৪৯

সামাজিক বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রশাসন কঠোর

ডান্ডিবার্তা | ২৩ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:৪৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
শিক্ষা জাতির মেরুদÐ, তাই শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আহŸান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার টি.এম. রাহসিন কবির। গতকাল সোমবার ফতুল্লা এলাকার শিক্ষা প্রতিষ্ঠান শহীদ তিতুমীর একাডেমির ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার। রাহসিন কবির তার বক্তব্যে ইভটিজিং, মাদক ও সামাজিক বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, “ইভটিজিংয়ের বিষয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানাবো। আপনারা জেনে রাখবেন, ধূমপান থেকেই মাদকের শুরু। প্রতিষ্ঠানের সামনে কেউ বিশৃঙ্খলা করলে ৯৯৯-এ যোগাযোগ করবেন, আমরা এক ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেব।” তিনি মাদককে ‘মরণব্যাধি’ আখ্যা দিয়ে বলেন, “এই সমাজ মাদকের রাহুগ্রাসে শেষ হতে পারে না। এটাকে মূলোৎপাটন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।” শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমাদেরকে প্রথমে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। ছাত্রদের রক্তের বিনিময়ে এ দেশকে আমরা নতুন করে সাজানোর সুযোগ পেয়েছি। তাই দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে তোমরা এগিয়ে যাবে, এটাই আমার প্রত্যাশা। সর্বোপরি, তোমরা ভালোভাবে পড়াশোনা করবে।” শিক্ষাবিদ মাওলানা আবদুল জব্বার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “এই অঞ্চলের মানুষের যখন কোনো উপায় ছিল না, তখন তিতুমীরের বাঁশের কেল্লার অবদান ছিল। ঠিক তেমনি তিতুমীরের সেই অবদানকে কাজে লাগাতে পারলে তোমরা সার্থক হবে।” তিনি বলেন, “ছাত্রদের আন্দোলন ও তাজা রক্তের বিনিময়ে আমরা এই দেশকে জুলুম ও নির্যাতনের হাত থেকে রক্ষা পেয়েছি। এই দেশকে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র কাঠামো তৈরি করতে ছাত্রদের এগিয়ে আসতে হবে।” তিনি আরও বলেন, “আমরা যদি দেশ গঠনে মনোনীত হতে পারি, তাহলে নেতা হিসেবে নয়, আপনাদের সেবক হিসেবে কাজ করব, ইনশাআল্লাহ।” শহীদ তিতুমীর একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সফি উদ্দিন আহমেদ বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইসহাক খান, আই.ই.টি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলমগীর কবির, অ্যাডভোকেট মনিরুজ্জামান শাহীন, অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর দেওয়ান, জাহাঙ্গীর কবির পোকন, বিশিষ্ট ব্যবসায়ী ছাইয়েদুজ্জামান সুফিয়ান এবং নাজনীন জাহানসহ বিশিষ্টজনরা। ধন্যবাদ জ্ঞাপন করেন একাডেমির অধ্যক্ষ শফিউদ্দিন আহামদ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা