আজ শুক্রবার | ৩ অক্টোবর ২০২৫ | ১৮ আশ্বিন ১৪৩২ | ১০ রবিউস সানি ১৪৪৭ | রাত ৪:১৭

আড়াইহাজারে ডাকাতকে পিটিয়ে হত্যা

ডান্ডিবার্তা | ০২ অক্টোবর, ২০২৫ | ৯:৫২ পূর্বাহ্ণ

আড়াইহাজার প্রতিনিধি
আড়াইহাজারে গণপিটুনিতে নবী হোসেন (৩২) নামের এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। তিনি স্থানীয় মাহমুদপুর ইউনিয়নের আগুয়ান্দী এলাকার লুকু মিয়ার ছেলে বলে জানা গেছে। এসময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন একই পরিবারের অত্যন্ত ৪জন। আহতদের উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- গৃহকর্তার স্ত্রী কুলসুম, তার ছেলে নাঈম, দেবর আবুল ও ফারুক। পুলিশ খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এসময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন একই পরিবারের অত্যন্ত ৪জন। আহতদের উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন-গৃহকর্তার স্ত্রী কুলসুম, তার ছেলে নাঈম, দেবর আবুল ও ফারুক। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, দড়ি বিশনন্দীর একটি বাড়িতে ডাকাতির চেষ্টা চলে। ওই সময় ডাকাতদল বাড়ির অন্তত চারজনকে কুপিয়ে জখম করে। আহতরা হলেন: ওই গ্রামের ইলিয়াস মিয়ার স্ত্রী কুলসুম বেগম (৪০), ছেলে নাঈম মিয়া (১৮), তাদের আত্মীয় ফারুক মিয়া (৪৫) ও আবুল হোসেন (২৮)। তাদের মধ্যে কুলসুম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। “পরে গ্রামে ডাকাত পড়েছে জানিয়ে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিলে গ্রামবাসী ডাকাতদলকে ধাওয়া করে এবং একজনকে ধরে ফেলে। তাকে গ্রামবাসী মিলে পিটিয়ে মেরে ফেলেছে।” ডাকাতের হামলায় আহত কুলসুম জানান, গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটা দিকে মুখোশ পরিহিত ১৫ থেকে ২০ জনের একদল ডাকাত তার থাকার ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের হাত-পা বেধে ফেলা হয়। তিনি আরও বলেন, এসময় বাধা দেওয়ার চেষ্টা করা হলে পরিবারের চারজন সদস্যদে ডাকাতরা কুপিয়ে আহত করে পালিয়ে যায়। এসময় এলাকার লোকজন টের পেয়ে স্থানীয় একটি মসজিদের মাইকে ডাকাত বলে ডাকাডাকি করলে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া দেয়। অন্যরা পালিয়ে যেতে পারলেও এক পর্যায়ে ডাকাত সদস্য নবী হোসেন জনতা পাশের চক থেকে আটক হোন। পরে তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটি বসত বাড়িতে একদল ডাকাত সদস্য হানা দেয়। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এলাকাবাসী টের পেয়ে মসজিদের মাইকে ডাকাডাকি করলে লোকজন বের হয়ে ধাওয়া দিয়ে ডাকাত দলের এক সদস্যকে আটক করে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়। প্রাথমিক তদন্তের বরাতে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুদ্দিন বলেন, “রাত আড়াইটার দিকে বৃষ্টি পড়ছিল। তখন কুলসুম বেগম বৃষ্টির পানিতে যাতে মাটির চুলা ভিজে না যায় সে ব্যবস্থা করতে রান্নাঘরে যান। সেখানে গিয়ে তিন-চারজন লোককে দেখে ডাকাত-ডাকাত বলে চিৎকার করতে থাকেন। এ সময় ঘর থেকে অন্যরা বেরিয়ে এলে ডাকাতদল তাদের কুপিয়ে জখম করে।” “রাত তিনটার দিকে মাইকে ঘোষণার পর গ্রামবাসী জড়ো হয়ে ডাকাতদের বিভিন্ন জায়াগায় খুঁজতে থাকে। পরে একটি বিলের মধ্যে নবীকে পেয়ে তাকে পিটুনি দেয়। গত একমাসে আড়াইহাজার উপজেলার দু’টি ইউনিয়নে পৃথক ঘটনায় অন্তত তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত সোমবার সকালে চাঁদা দাবির অভিযোগ তুলে ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোহেলকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা দাবি করে সোহেলের স্বজনরা বলছেন, মাদক ব্যবসার বিরোধিতা করায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। যদিও পুলিশ জানিয়েছে, সোহেলের বিরুদ্ধে মাদক, ডাকাতি, চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। গত ১৩ জুন কুমিল্লার দাউদকান্দি এলাকায় র‌্যাব-১১ এর এক অভিযানে গ্রেপ্তারও হন তিনি। পরে জামিনে বেরিয়ে আসেন। এর আগে গত ৮ সেপ্টেম্বর রাতে ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভারকরদী গ্রামের বাসিন্দা মো. আয়নাল হোসেনকে তার বাড়ির ১০০ গজের মধ্যেই পিটিয়ে হত্যা করা হয়। ৪২ বছর বয়সী আয়নালের বিরুদ্ধে ডাকাতি, ধর্ষণসহ অন্তত আটটি মামলা ছিল বলে জানিয়েছিল পুলিশ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা