আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | দুপুর ১২:৩০

রাজনীতিতে গুরু মারা শিস্য যারা

ডান্ডিবার্তা | ০৪ অক্টোবর, ২০২৫ | ৯:৪৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
যার নেতৃত্বে রাজনীতি শিখেছে বা যিনি তাদের রাজনৈতিক গুরু সেই নেতাদের দেখে কোন প্রকার করমোর্দন বা কুশল বিনিময়টুকু করেনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শীর্ষ নেতারা। এমনই চিত্র দেখা গেছে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ কাচারীগলি পূজা মন্ডপ পরিদর্শনকালে সাবেক এমপি ও মহানগর বিএনপি সাবেক সভাপতি আবুল কালামের মুখোমুখি হন বর্তমান আহবায়ক সাখাওয়াত হোসেন খান ও আবু আল ইউসুফ খান টিপু। কিন্তু তাদের একে অপরের সাথে কোন কথা হয়নি, চোখ চোখ হলেও হাস্যোজ্জল চেহারা নিয়ে নিরব ছিলো তারা। দুই পক্ষ নেতা-কর্মীদের বহর অতিক্রম করে দেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা ও সদস্য আমিনুল ইসলাম মিঠু। যার কারণে কোন পক্ষ সাথে কোন ঝামেলা হয়নি, বরং আবুল কালাম স্বাগত জানিয়ে ¯েøাগান মুখরিত ছিলো তার সমর্থকদের। গত ১ অক্টোবর রাত ৮টা ৪০ মিনিটে ঋষিপাড়া দুইটি মন্ডপ পরিদর্শনে পৃথক মহড়া নিয়ে যান আবুল কালাম ও সাখাওয়াত হোসেন। এক পর্যায়ে পরিতোষ কুমার সাহার মন্ডপ পরিদর্শন শেষে ভিতরে আরেকটি মন্ডপ যাত্রাকালে দুইটি মিছিলের বহর মুখোমুখি হন। তখন এগিয়ে যান মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা ও সদস্য আমিনুল ইসলাম মিঠু তারা দুই বলয়ে নেতাকর্মীদের বেষ্টনী মাধ্যমে অতিক্রম করে দেয়। ফলে পরিবেশ বিশৃঙ্খলা রোধ হয়ে দুই পক্ষ ¯েøাগান দেয়। বাদ এশা সদর-বন্দর আসনের সাবেক এমপি আবুল কালামের নেতৃত্বে মহানগর বিএনপি একাংশ নেতাকর্মীরা নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ, কাচারীগলি, ডাইলপট্টি ও ঋষিপাড়া সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। ওই পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, হিন্দু নেতা বাবু পরিতোষ কুমার সাহা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা, আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন আমিনুল ইসলাম মিঠু সহ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবকদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক সাখওয়াত হোসেন খান ও সদস্য আবু আল ইউসুফ খান টিপু নেতৃত্বে ১৫ ও ১৮নং ওয়ার্ড নেতা-কর্মীরা পূজা মন্ডপ পরিদর্শনে যান। এ বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রতিক্রীয়া দেখা দিয়েছে। অনেকে বলছেন, নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিকে পরিপূর্ন করেছেন সাবেক এমপি এড. আবুল কালাম। তার নেতৃত্বে বর্তমান মহানগর বিএনপির নেতারা রাজনীতি করতেন। সাবেক এমপি কালামের কাছ থেকে তারা রাজনীতি শিখেছেন। মহানগর বিএনপির সদস্য হাজী নুরুদ্দিন বিএনপিতে সক্রিয় হয়েছিলেন এড. আবুল কালামের নেতৃত্বে। আর সেই সময় তিনি বিএনপির অনেক সুযোগ সুবিধাও ভোগ করেছেন। যার কাছে রাজনীতি শিখেছে বা যার নেতৃত্বে রাজনীতি করেছে সেই নেতাকে পল্টি দিয়ে তারা হয়েছেন রাজনৈতিক ভাবে গুরু মারা শিস্য।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা