
ডান্ডিবার্তা রিপোর্ট
যার নেতৃত্বে রাজনীতি শিখেছে বা যিনি তাদের রাজনৈতিক গুরু সেই নেতাদের দেখে কোন প্রকার করমোর্দন বা কুশল বিনিময়টুকু করেনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শীর্ষ নেতারা। এমনই চিত্র দেখা গেছে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ কাচারীগলি পূজা মন্ডপ পরিদর্শনকালে সাবেক এমপি ও মহানগর বিএনপি সাবেক সভাপতি আবুল কালামের মুখোমুখি হন বর্তমান আহবায়ক সাখাওয়াত হোসেন খান ও আবু আল ইউসুফ খান টিপু। কিন্তু তাদের একে অপরের সাথে কোন কথা হয়নি, চোখ চোখ হলেও হাস্যোজ্জল চেহারা নিয়ে নিরব ছিলো তারা। দুই পক্ষ নেতা-কর্মীদের বহর অতিক্রম করে দেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা ও সদস্য আমিনুল ইসলাম মিঠু। যার কারণে কোন পক্ষ সাথে কোন ঝামেলা হয়নি, বরং আবুল কালাম স্বাগত জানিয়ে ¯েøাগান মুখরিত ছিলো তার সমর্থকদের। গত ১ অক্টোবর রাত ৮টা ৪০ মিনিটে ঋষিপাড়া দুইটি মন্ডপ পরিদর্শনে পৃথক মহড়া নিয়ে যান আবুল কালাম ও সাখাওয়াত হোসেন। এক পর্যায়ে পরিতোষ কুমার সাহার মন্ডপ পরিদর্শন শেষে ভিতরে আরেকটি মন্ডপ যাত্রাকালে দুইটি মিছিলের বহর মুখোমুখি হন। তখন এগিয়ে যান মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা ও সদস্য আমিনুল ইসলাম মিঠু তারা দুই বলয়ে নেতাকর্মীদের বেষ্টনী মাধ্যমে অতিক্রম করে দেয়। ফলে পরিবেশ বিশৃঙ্খলা রোধ হয়ে দুই পক্ষ ¯েøাগান দেয়। বাদ এশা সদর-বন্দর আসনের সাবেক এমপি আবুল কালামের নেতৃত্বে মহানগর বিএনপি একাংশ নেতাকর্মীরা নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ, কাচারীগলি, ডাইলপট্টি ও ঋষিপাড়া সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। ওই পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, হিন্দু নেতা বাবু পরিতোষ কুমার সাহা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা, আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন আমিনুল ইসলাম মিঠু সহ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবকদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক সাখওয়াত হোসেন খান ও সদস্য আবু আল ইউসুফ খান টিপু নেতৃত্বে ১৫ ও ১৮নং ওয়ার্ড নেতা-কর্মীরা পূজা মন্ডপ পরিদর্শনে যান। এ বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রতিক্রীয়া দেখা দিয়েছে। অনেকে বলছেন, নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিকে পরিপূর্ন করেছেন সাবেক এমপি এড. আবুল কালাম। তার নেতৃত্বে বর্তমান মহানগর বিএনপির নেতারা রাজনীতি করতেন। সাবেক এমপি কালামের কাছ থেকে তারা রাজনীতি শিখেছেন। মহানগর বিএনপির সদস্য হাজী নুরুদ্দিন বিএনপিতে সক্রিয় হয়েছিলেন এড. আবুল কালামের নেতৃত্বে। আর সেই সময় তিনি বিএনপির অনেক সুযোগ সুবিধাও ভোগ করেছেন। যার কাছে রাজনীতি শিখেছে বা যার নেতৃত্বে রাজনীতি করেছে সেই নেতাকে পল্টি দিয়ে তারা হয়েছেন রাজনৈতিক ভাবে গুরু মারা শিস্য।
ই
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯