আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | বিকাল ৪:০২

ভারতে ‘আই লাভ মোদি’ বলা যায় কিন্তু ‘আই লাভ মুহাম্মদ’ নয়

ডান্ডিবার্তা | ০৪ অক্টোবর, ২০২৫ | ১০:০৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট

ভারতের এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েসি নবী মুহাম্মদ (সা:) -এর প্রতি ভালোবাসা প্রকাশের উপর নিষেধাজ্ঞার সমালোচনা করে বলেছেন, এই দেশে ‘আই লাভ মোদি’ (আমি মোদিকে ভালোবাসি) বলা গেলেও ‘ আই লাভ মুহাম্মদ’ বলা যায় না। উত্তরপ্রদেশে এই বিতর্ক শুরু হয় গত ৯ সেপ্টেম্বর। কানপুরের পুলিশ ২৪ জনের বিরুদ্ধে ‘আই লাভ মুহাম্মদ’ লেখা বোর্ড লাগানোর অভিযোগে মামলা দায়ের করলে বিতর্ক ও প্রতিবাদের ঝড় শুরু হয়। কিছু ব্যক্তির বিরুদ্ধে ঈদে মিলাদ-উন-নবীর মিছিলের সময় “আই লাভ মোহাম্মদ” লেখা বোর্ড লাগানোর অভিযোগে এফআইআর দায়ের হওয়ার বিষয়টি উল্লেখ করে হায়দ্রাবাদের লোকসভা সংসদ সদস্য ওয়েসি আশ্চার্য প্রকাশ করে বলেন, “এই দেশ কোন দিকে যাচ্ছে। তিনি গত বৃহস্পতিবার একটি সভায় প্রশ্ন করেন, “এমনকি আমরা যদি আমাদের মসজিদেও যেতে চাই, তারা সেটা কেড়ে নিতে চায়। কেউ ‘আই লাভ মোদি’ বলতে পারে, কিন্তু ‘আই লাভ মূহাম্মদ’ বলতে পারে না। আপনারা দেশকে কোথায় নিয়ে যেতে চাইছেন?” এআইএমআইএম নেতা স্পষ্ট করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে কেউ পোস্টার প্রদর্শন করলে তাতে কোনো আপত্তি থাকবে না। তিনি নিজেকে একজন মুসলিম হিসেবে পরিচয় পুনর্ব্যক্ত করেন এবং বলেন, তিনি নবী মুহাম্মদ (সা:) -কে অনুসরণ করেন। উত্তরপ্রদেশের বেরিলিতে ২৬ সেপ্টেম্বর “আই লাভ মুহাম্মদ” পোস্টার নিয়ে প্রস্তাবিত একটি প্রতিবাদ বাতিল হওয়ার পর ব্যাপক উত্তেজনা দেখা যায়। জুমার নামাজের পরে শহরের কেন্দ্রে স্থানীয়দের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এদিকে, উত্তরপ্রদেশের বরেলি বিভাগে বৃহস্পতিবার বিকেল থেকে টানা ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। শনিবার দুপুর ৩টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানানো হয়েছে। চারটি জেলা জুড়ে রাস্তায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েনের পাশাপাশি ২ দিনের জন্য ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই নিশ্চিত করেছে, ভারতের স্বরাষ্ট্র দপ্তর ২ অক্টোবর বিকেল ৩টা থেকে ৪ অক্টোবর পর্যন্ত মোবাইল ইন্টারনেট ব্রডব্যান্ড এবং এসএমএস পরিষেবা স্থগিত রাখার নির্দেশ জারি করেছে। বরেলি, শাহজাহানপুর, পিলিভিট এবং বুদাউন এই চারটি জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা