
ডান্ডিবার্তা রিপোর্ট
ভারতের এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েসি নবী মুহাম্মদ (সা:) -এর প্রতি ভালোবাসা প্রকাশের উপর নিষেধাজ্ঞার সমালোচনা করে বলেছেন, এই দেশে ‘আই লাভ মোদি’ (আমি মোদিকে ভালোবাসি) বলা গেলেও ‘ আই লাভ মুহাম্মদ’ বলা যায় না। উত্তরপ্রদেশে এই বিতর্ক শুরু হয় গত ৯ সেপ্টেম্বর। কানপুরের পুলিশ ২৪ জনের বিরুদ্ধে ‘আই লাভ মুহাম্মদ’ লেখা বোর্ড লাগানোর অভিযোগে মামলা দায়ের করলে বিতর্ক ও প্রতিবাদের ঝড় শুরু হয়। কিছু ব্যক্তির বিরুদ্ধে ঈদে মিলাদ-উন-নবীর মিছিলের সময় “আই লাভ মোহাম্মদ” লেখা বোর্ড লাগানোর অভিযোগে এফআইআর দায়ের হওয়ার বিষয়টি উল্লেখ করে হায়দ্রাবাদের লোকসভা সংসদ সদস্য ওয়েসি আশ্চার্য প্রকাশ করে বলেন, “এই দেশ কোন দিকে যাচ্ছে। তিনি গত বৃহস্পতিবার একটি সভায় প্রশ্ন করেন, “এমনকি আমরা যদি আমাদের মসজিদেও যেতে চাই, তারা সেটা কেড়ে নিতে চায়। কেউ ‘আই লাভ মোদি’ বলতে পারে, কিন্তু ‘আই লাভ মূহাম্মদ’ বলতে পারে না। আপনারা দেশকে কোথায় নিয়ে যেতে চাইছেন?” এআইএমআইএম নেতা স্পষ্ট করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে কেউ পোস্টার প্রদর্শন করলে তাতে কোনো আপত্তি থাকবে না। তিনি নিজেকে একজন মুসলিম হিসেবে পরিচয় পুনর্ব্যক্ত করেন এবং বলেন, তিনি নবী মুহাম্মদ (সা:) -কে অনুসরণ করেন। উত্তরপ্রদেশের বেরিলিতে ২৬ সেপ্টেম্বর “আই লাভ মুহাম্মদ” পোস্টার নিয়ে প্রস্তাবিত একটি প্রতিবাদ বাতিল হওয়ার পর ব্যাপক উত্তেজনা দেখা যায়। জুমার নামাজের পরে শহরের কেন্দ্রে স্থানীয়দের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এদিকে, উত্তরপ্রদেশের বরেলি বিভাগে বৃহস্পতিবার বিকেল থেকে টানা ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। শনিবার দুপুর ৩টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানানো হয়েছে। চারটি জেলা জুড়ে রাস্তায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েনের পাশাপাশি ২ দিনের জন্য ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই নিশ্চিত করেছে, ভারতের স্বরাষ্ট্র দপ্তর ২ অক্টোবর বিকেল ৩টা থেকে ৪ অক্টোবর পর্যন্ত মোবাইল ইন্টারনেট ব্রডব্যান্ড এবং এসএমএস পরিষেবা স্থগিত রাখার নির্দেশ জারি করেছে। বরেলি, শাহজাহানপুর, পিলিভিট এবং বুদাউন এই চারটি জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯