আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | দুপুর ১২:২৫

রূপগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

ডান্ডিবার্তা | ০৪ অক্টোবর, ২০২৫ | ১০:১৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
জুলাই সনদের বাস্তবায়ন করা ও পিআর পদ্ধতিতে নির্বাচন দেয়া সহ ৫ দফা দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার জামায়েতে ইসলামীর উদ্যোগে কাঞ্চন বাজার এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। সমাবেশে কাঞ্চন পৌরসভার আমীর সহকারী অধ্যাপক দেওয়ান আমজাদ হোসেনের সভাপতিত্বে ও রূপগঞ্জ উপজেলা উত্তর সেক্রেটারি মোঃ খাইরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন রূপগঞ্জ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, জেলা কর্ম পরিষদ সদস্য এডভোকেট ইসরাফিল হোসাইন, রূপগঞ্জ উপজেলা উত্তরের আমীর মাহফুজুল ইসলাম, উপজেলা (উত্তর) কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট ওসমান খাঁন প্রমুখ। সমাবেশে নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক হাফিজুর রহমান জামায়াতের কেন্দ্র ঘোষিত ৫টি দাবি তুলে ধরেন। দাবি গুলো হলো, জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে (আইনি ভিত্তি দিতে হবে) এবং জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করতে হবে। স্বৈরাচারের দোসরদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে রূপগঞ্জ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসাইন মোল্লা আগামী ফেব্রæয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন সহ পাঁচ দফা দাবির প্রয়োজনীয়তা তুলে ধরেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা