আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | দুপুর ১২:০৮

আড়াইহাজারে বাক প্রতিবন্ধীকে ধর্ষণ

ডান্ডিবার্তা | ০৪ অক্টোবর, ২০২৫ | ১০:১৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আড়াইহাজারে এক বাক প্রতিবন্ধী ষোড়শিকে ওরশ থেকে তুলে নিয়ে ধর্ষণ করেছে এক লম্পট। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম মো. আসমত আলী ওরফে আছু (৩৮)। জানা গেছে, ওই মেয়ে রাতের দিকে স্থানীয় শাহীন দেওয়ানের বাড়িতে আয়োজিত ওরসে যান। ওইখান থেকে প্রতিবেশী আসমত আলী তাকে তুলে নিয়ে দয়াকান্দা খালপাড়ের নির্জন একটি ঝোপে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটির মা অভিযোগ করেন, অনেক কাকুতি করেও ধর্ষণের হাত থেকে বাচঁতে পারেনি তার প্রতিবন্ধি মেয়েটি। ঘটনার পর কিশোরী বাড়ি ফিরে গিয়ে বিষয়টি পরিবারের কাছে জানায়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, গতকাল শুক্রবার তারা একটি অভিযোগ দিয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, প্রতিবছর ওই বাড়িতে ওরসের আয়োজন হয়। সেখানে মাদকের আসর বসানো হয়। তবে কোনো প্রশাসনিক অনুমোদন নেওয়া হয়নি, ফলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই ধরনের অঘটন ঘটছে বলে দাবি স্থানীয়দের। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুউদ্দিন বলেন, অলরেডি আসামী গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, অনুমোদন ছাড়া এ ধরনের সমাবেশ ও ওরস আয়োজন বারবার অঘটনের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তারা প্রশাসনের কঠোর নজরদারি এবং জরুরি পদক্ষেপ দাবি করেছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা