আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | সকাল ৮:৩৭

অসুস্থ বিএনপি নেতা মোবারক হোসেনের শয্যাপাশে এড. আবুল কালাম

ডান্ডিবার্তা | ০৪ অক্টোবর, ২০২৫ | ১০:২৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরের মদনপুর ইউনিয়ন বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোবারক হোসেন ভূঁইয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থ। এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যায় তাকে দেখতে ও তার শারীরিক খোজ খবর নিতে তার বাসভবনে গিয়েছেন সদর-বন্দর আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আবুল কালাম। এসময় মদনপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাবিল হোসেন, সাধারণ সম্পাদক অহিদ ভূঁইয়া, ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মেম্বার, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ মহসিন প্রধান, মদনপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহিদ ভূঁইয়া, প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম, বন্দর উপজেলা তাঁতী দলের সভাপতি আলমগীর হোসেন, মদনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, মদনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী নূর নবী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিএনপির দুঃসময়ের কর্মী, রাজপথের লড়াকু সৈনিক ও প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ও বন্দর উপজেলার মদনপুর স্ট্যান্ডে নিয়ে আসার মূল কারিগর বিএনপির বর্ষিয়াণ এই নেতা মোবারক হোসেন ভূঁইয়া। তাছাড়া তিনি নাজিমউদ্দিন ভূঁইয়া কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, মদনপুর রিয়াজুল উলুম আলিম মাদ্রাসা পরিচালনা পর্যদের ৯ বছর সেক্রেটারি ও মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্যদের অভিভাবক সদস্য হিসেবে দীর্ঘ ১০ বছর দায়িত্ব পালন করেছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা