আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | সকাল ৮:৩৮

আড়াইহাজারে চাঁদার দাবীতে হামলা

ডান্ডিবার্তা | ০৪ অক্টোবর, ২০২৫ | ১০:৩১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আড়াইহাজারে চাঁদা না দেয়ায় ওয়ার্কশপ ব্যাবসায়ী মোঃ সোহেল মিয়ার (৪৬) উপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার এ ঘটনায় তিনি আড়াইহাজার থানায় ছয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও আট জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন- আড়াইহাজারের শিবপুর এলাকার মজিবুরের ছেলে মোঃ খোরশেদ আলম (২৫), হোসেনের ছেলে রোমান (২২), মোঃ পজলুল হকের ছেলে রিফাত (২২), মৃত হাচেনের ছেলে আলামিন (৩০), আব্দুলের ছেলে আতিক (২০) ও মৃত চান্দুর ছেলে মজিবুর (৫০)। অভিযোগে সোহেল মিয়া জানান, গত ৩০ সেপ্টেম্বর অভিযুক্তরা ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেয়ায় গত ২ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে ওয়ার্কশপে এসে তাকে মারধর করে আসামিরা। এসময় তার সাথে থাকা একটি ফোন নিয়ে যায় তারা। পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। জানা যায়, সরকারি সফর আলী কলেজের ছাত্রদলের সহ সভাপতি পদে আছেন অভিযুক্ত খোরশেদ। তার মদ্য পানের ভিডিও ফেসবুকে পোস্ট করায় মূলত ক্ষিপ্ত হয়ে চাঁদা দাবি করেন তিনি। এর আগে উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী আজগরকে মারধর, কাজী খোরশেদ আলম সুপার মার্কেটের দুটি দোকানে চাঁদা না দেয়ায় তালা দেয়া, শিবপুরে ব্যবসায়ী তাজুল ইসলাম চাঁদা না দেয়ায় তার বাড়ির কাজ বন্ধ করে দেয়াসহ বিভিন্ন অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা