আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | বিকাল ৪:০৫

আমাদের আন্দোলনের ফসল কোন শিল্পপতিকে ভোগ করতে দিব না

ডান্ডিবার্তা | ০৫ অক্টোবর, ২০২৫ | ৮:৫৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহŸায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, খুনি স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা ১৭ বছর মাঠে ছিলাম। সেই আন্দোলন সংগ্রামের ফসল হচ্ছে জুলাই বিপ্লব। এই জুলাই বিপ্লবের মাধ্যমে খুনি হাসিনা সরকারের পতন হয়েছে এবং একটি নির্দলীয় অন্তর্র্বতীকালীন সরকার গঠিত হয়েছে। এই অর্ন্তর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে একটি নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা। সেই নির্বাচন আয়োজনের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এবং আগামী ফেব্রæয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল শনিবার বিকেল চারটায় কলাগাছিয়া ইউনিয়নের হাজী ইব্রাহীম আলমচান স্কুল হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এড. সাখাওয়াত বলেন, গত ১৭ বছর কষ্ট করে মাঠে ফসল ফলিয়েছি আমরা। এখন আমাদের ধান পেকেছে, সেই পাকা ধান কেটে বিএনপির ঘরে তোলার দায়িত্ব আমাদের কিন্তু আমাদের সেই ধান ক্ষেতে ডাকাত পড়েছে। বর্গিরা এসে আমাদের পাকা ধান কেটে নিয়ে যেতে চাইছে। কিন্তু আমরা দলের ত্যাগী নেতাকর্মীরা তা কখনো হতে দেব না। রাজপথের পরীক্ষিত নেতাকর্মীরাই সেই ধান বিএনপির ঘরে তুলবে। তিনি শিল্পপতি মডেল মাসুদকে উদ্দেশ্য করে বলেন, একজন শিল্পপতি বিএনপির মনোনয়ন চাইছেন আমি এখানে এসে জানতে পারলাম তিনি ২০০/৫০০ টাকা দিয়ে লোকজনকে নিয়ে যাচ্ছেন কিন্তু তিনি কতদিন এই টাকা দিবেন। সর্বোচ্চ জানুয়ারি মাস পর্যন্ত দিবেন। তারপর আর তাদের দরজার সামনেও আপনারা যেতে পারবেন না। তিনি বন্দরের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের দুঃসময়ে এসব শিল্পপতিদের কাছে পাবেন না। কারণ তারা দলের সুসময়ে এসেছে টাকা কামানোর জন্য। আওয়ামী লীগের আমলে সালমান এফ রহমানের মতো ব্যবসায়ীরা রাজনীতিতে এসে ৪৪ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এসব দেখে অনেকের মুখ থেকে লালা ঝরছে, তারাও চাইছে সালমান এফ রহমানের মত টাকা কামানোর জন্য। তাই তারা বিএনপির মনোনয়ন বাগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এডভোকেট সাখাওয়াত দৃঢ়তার সাথে বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। তিনি ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করবেন। গত ১৭ বছর যারা রাজপথে ছিলো, মামলা হামলা খেয়েছে, জেল খেটেছে তাদেরকেই দলীয় মনোনয়ন দেবেন, কোনো শিল্পপতিতে নয়। আমাদের মূল লক্ষ্য হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগিতা করা, বিএনপিকে ক্ষমতায় আনা। আমরা এমপি হতে পারি বা না পারি সেটা নির্ভর করবে আমাদের ভাগ্যের উপর এবং দলের হাই কমান্ডের উপর। কিন্তু আমরা আমাদের পাকা ধান কাউকে কেটে নিয়ে যেতে দেব না। আপনারা যারা দলের ত্যাগী নেতাকর্মী রয়েছেন তাদের সকলকে নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলবো, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ২০০/৫০০ টাকার লোভে নিজের বিবেককে বিক্রি করবেন না। কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহদুল্লাহ মুকুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহŸায়ক ফতেহ মোঃ রেজা রিপন, আহবায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মুজিবুর রহমান, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা