
ডান্ডিবার্তা রিপোর্ট
আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের মূর্তিমান আতঙ্ক আওয়ামী লীগের ডেবিল নজরুল ইসলাম বাবু এমপির একান্ত সহযোগী মোহাম্মদ জাকারিয়ার অপকর্মে অতিষ্ঠ হয়ে উঠেছে ইউনিয়নের কাকাইলমোড়া এবং বাহেরচর গ্রামবাসী। খাগকান্দা ইউনিয়নের সন্ত্রাসী ও চাঁদাবাজ,মূর্তিমান আতংক, নৈরাজ্য সৃষ্টিকারীর প্রধান হোতা মোঃ জাকারিয়া বর্তমানে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। কেউ প্রতিবাদ করলে তাকে সন্ত্রাসী হামলার শিকার হওয়া সহ সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে দিনযাপন করতে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক খাগকান্দা ইউনিয়নের কাকাইল ও বাহেরচর গ্রামবাসী জানিয়েছেন, একসময় দুর্দান্ত প্রতাপশালী আওয়ামী লীগের এমপি নজরুল ইসলাম বাবুর সহযোগী মোহাম্মদ জাকারিয়া ২০২৪ সালের ৫ আগষ্ট ভোল পাল্টে ঢাকা বিভাগীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলয়ে গিয়ে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক পদ দখল করে নেন। এ পদ লাভের পর মোঃ জাকারিয়া ও তার সহযোগী আব্দুর রহিম,তোফাজ্জল হোসেন,মোঃ লোকমানের সন্ত্রাসী ও নানান অপকর্ম ব্যাপক মাত্রায় বৃদ্ধি পায়। তার সহযোগী ও গডফাদার হিসেবে খ্যাত আব্দুর রহিম, লুটপাট ভাঙচুর এর মাস্টারমাইন্ড তোফাজ্জল হোসেন, এলাকার মাদক সাপ্লায়ার মোঃ লোকমান হোসেনের সহযোগিতায় বেপরোয়া হয়ে উঠেছে জাকারিয়া। মৌখিকভাবে মোহাম্মদ জাকারিয়াকে ইউনিয়ন বিএনপি হতে অব্যাহতি দেওয়া হলেও লিখিতভাবে অব্যাহতি না করায় তার অপকর্ম চালিয়ে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীরা জানান, নজরুল ইসলাম বাবুর সময়ে ব্যাপক মাত্রায় সন্ত্রাসী ও অনৈতিক কার্যক্রম চালিয়ে আসছিল জাকারিয়া সহ তার সহযোগীরা। থানা পুলিশ জাকারিয়ার বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা গ্রহণ করেনি। বর্তমানে ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের বলয়ে থাকায় পুলিশ ও তার বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নিচ্ছে না। তবে নারায়ণগঞ্জ আদালতে ১৫ টি ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে ৪ টি মামলা দায়ের করা হলে তা বিচারাধীন রয়েছে। বরং পুলিশের সাথে সখ্য করে মাদক ব্যবসা, ভূমিদস্যুতা,চাঁদাবাজি, লুটপাট, ভাংচুর, মারধরসহ নানান অপকর্ম অব্যাহত রেখেছে জাকারিয়া। এ ব্যাপারে আড়াইহাজার উপজেলা বিএনপি সভাপতি ইউসুফ আলী মুঠোফোনে বলেন, আপনি কি বলছেন শুনতে পাচ্ছি না। নেটওয়ার্কের বাইরে আছি ৩০ মিনিট বা ঘন্টা খানেক পরে ফোন দেন। পরে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করে বলেন,অ ামি সাতগ্রামে একটি মিটিংয়ে আজাদ সাহেবের সাথে আছি। সন্ধ্যায় ফোন দেন। এ ব্যাপারে জানতে খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বেলায়েত হোসেন বলেন, জাকারিয়া সারাজীবন বাবুর লোক হিসেবে মিছিল মিটিং করেছে। বিভিন্ন ব্যানার, পোষ্টার ও ভিডিও আছে। আপনারা পাইছেন কিনা জানিনা। টাকার বিনিময়ে ৫ আগষ্টের পর বিএনপিতে আসছে। কিভাবে আসছে বললে আমার ক্ষতি হবে। থানাকে টাকা দিয়ে এলাকায় বাড়িঘর ভাংচুর, লুটপাট ৯টি গরু নিয়ে গেছে। এসআই রুহুল আমিনকে সাথে নিয়ে নিরীহ মানুষের বাড়িঘর ভাংচুর লুটপাট করছে। বাবুর আমলে আমার বাড়িঘর ও ভাংচুর করছে। এখন তারা পিওর বিএনপি হয়ে গেছে। আমরা আওয়ামী লীগ হয়ে গেছি। হাতে গোনা কয়েকজন আমরা বিএনপি করছি। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন মুঠোফোনে বলেন, এ ঘটনায় কোর্টে মামলা রয়েছে বলে থানায় মামলা হয়নি। আপনারা বিশেষ অঙ্গুলিতে মামলা নেননি এ প্রশ্নের জবাবে বলেন তা ঠিক নয়। এসআই রুহুল আমিন পিও ভিজিট করতে গিয়েছিলেন সেখান থেকে এসআই রুহুল আমিন চলে আসার পর ঘটনা ঘটেছে।
ই-
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯