আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | বিকাল ৩:৪৬

ফিলিস্তিনের পাশে থাকার অঙ্গীকার তারেক রহমানের

ডান্ডিবার্তা | ০৫ অক্টোবর, ২০২৫ | ৯:১০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গাজামুখী ‘সুমুদ ফ্লোটিলা’ নৌবহরে অংশ নেওয়া আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলমকে অভিনন্দন জানিয়ে তার প্রতি রাজনৈতিক সমর্থনের ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি সর্বদা শহীদুল আলম এবং ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে। গাজামুখী নৌবহরে অংশ নেওয়া শহীদুল আলমের উদ্যোগকে ‘সংহতির প্রতীক ও বিবেকের গর্জন’ আখ্যা দিয়ে তারেক রহমান বলেছেন, ফিলিস্তিনের জনগণের মুক্তি ও ন্যায্য অধিকারের সংগ্রামে বিএনপি পাশে থাকবে। গত শুক্রবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই মন্তব্য করেন। শহীদুল আলম গাজামুখী সুমুদ ফ্লোটিলা নৌবহরে অংশ নিয়ে বাংলাদেশের পতাকা বহন করেছেন, যা নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ ও মানবিক সংহতির বার্তা বহন করে। এই পদক্ষেপকে সমর্থন জানাতে তারেক রহমান এ মন্তব্য করেন। নিজের ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, গাজামুখী নৌবহরে অংশ নেওয়া শহীদুল আলমের উদ্যোগ কেবল সংহতির প্রতীক নয়, বরং বিবেকের এক গর্জন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের পতাকা বহন করে শহীদুল আলম বিশ্বকে স্মরণ করিয়েছেন যে, বাংলাদেশের জনগণ কখনো নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। বিএনপি নেতা আরও বলেন, শহীদুল আলমের এই সাহসী পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মানবিক অবস্থানকে নতুনভাবে তুলে ধরেছে। তারেক রহমান স্পষ্ট ভাষায় জানান, বিএনপি সবসময় শহীদুল আলমের মতো মানবিক উদ্যোগের পাশে আছে এবং থাকবে। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকার, স্বাধীনতা এবং মানবিক মর্যাদার সংগ্রামে বিএনপি দৃঢ়ভাবে তাদের পাশে থাকবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা