আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | সকাল ৮:৪০

বিএনপির দুর্বলতার সুরঙ্গে ঢুকছে জামায়াত

ডান্ডিবার্তা | ০৫ অক্টোবর, ২০২৫ | ৯:৩৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে কাজে লাগাতে চাচ্ছে জামায়াত। বিএনপির দুর্বলতার সুযোগে তারা ইতিমধ্যে এগিয়ে যেতেও শুরু করেছে। বিএনপি দলীয় ভাবে এখনো একক প্রার্থী ঘোষনা করেনি। তবু বিএনপির সম্বাব্য প্রার্থীরা মাছ চষে বেড়াচ্ছেন। বিএনপি যখন একক প্রার্থী ঘোষনা করবে তখন যারা মনোনয়ন বঞ্চিত হবে তাদের টার্গেট করছে জামায়াত। কারণ জামায়াত দীর্ঘ দিন বিএনপির সাথে জোটে থাকার ফলে জামায়াত নেতারা বিএনপির সকল নেতাকর্মীকে চিনেন এবং সখ্যতা রয়েছে। সেই সুযোগে অপেক্ষায় রয়েছে জামায়াত। আর জামায়াত সেই সুযোগ কাজে লাগাতে পারলে বিএনপির জন্য চরম ক্ষতি হতে পারে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। এদিকে ফ্যাসিস্ট আওয়ামীলীগের অপরাজনীতি ও একদলীয় শাসন প্রতিষ্ঠার ফলে দীর্ঘ ১৬ বছর ভোট দেয়ার স্বাদ তেমন একটা গ্রহণ করতে পারেনি সাধারণ জনগন। নির্বাচনী মাঠে ছিলো না বিএনপি, জামায়াত ইসলামীসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। তবে এবারের ভোট যুদ্ধে আওয়ামীলীগ নেই। মাঠে তেমন সরব উপস্থিতি দেখা যাচ্ছে না জাতীয় পার্টিরও। জামায়াতে ইসলামী ভোটের মাঠে কৌশল অবলম্বন করছে। ইসলামী আন্দোলন কিছু কিছু এলাকায় কর্মী সভাও করে যাচ্ছেন। দেশের বড় একটি দল বিএনপি। এই দলটির দুই একজন সম্ভাব্য প্রার্থী মাঠে থেকে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করছেন। আশাবাদ ব্যক্ত করছেন দলীয় মনোনয়নের। তবে জাতীয় সংসদ নির্বাচনের যে রোডম্যাপ সরকার ঘোষণা করেছেন সেই হিসেব মতে হাতে সময় রয়েছে আর মাত্র তিন মাস। কিন্তু  দেশের প্রতিটি জেলার মতো নারায়ণগঞ্জ জেলায়ও প্রতিটি দল এখনো গুছাতে পারেনি তাদের মাঠ। জোট ও জোটের বাইরে থেকে কিভাবে নির্বাচন করা যায় সে ব্যাপারে কোনো কার্যক্রম হাতে নিতে পারেনি অধিকাংশ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ফলে নির্বাচনের সময় ঘনিয়ে আসলেও তেমন কোনো প্রভাব ভোটের মাঠে পড়েনি। রাজনৈতিক দলগুলো এখনো জনগনের দোরগোড়ায় পৌছাতে ব্যর্থ হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বোদ্ধারা। অপরদিকে, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে নামধারী সংগঠনের নেতাকর্মীর বিতর্কিত কর্মকান্ডসহ বেশ কিছু রাজনৈতিক দলের নেকতাকর্মীর হামলা, লুটপাটের কারণে সাধারণ জনগনের কাছে নির্বাচন নিয়েও নানা ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। নারায়ণগঞ্জের ৫টি আসনের মধ্যে জামায়াত বাদে এখনো দলগুলোর প্রার্থীতা নিশ্চিত করতে পারেনি বিএনপি, জাকের পার্টি, ইসলামী আন্দোলন। এনসিপিও তাদের দলের প্রার্থীতা ৫টি আসনে নিশ্চিত করতে পারেনি। অথবা এনসিপি থেকে কারা প্রার্থী হবেন তাও জানান দিতে পারেনি এনসিপি। ফেব্রæয়ারীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। নারায়ণগঞ্জে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কথা রয়েছে ৫টি আসনেই। তবে প্রার্থীতা নিশ্চিত হলে সমিকরণ অনেকটা সহজ হতো। কিন্তু প্রার্থীতা নিশ্চিত না হওয়ার কারনে এখনো নির্বাচনের প্রভাব পড়েনি কোথাও। রূপগঞ্জ আসনে বিগত ১৬ বছর রাজত্ব করেছিলেন আওয়ামীলীগ সরকারের প্রভাবশালী নেতা গোলাম দস্তগীর গাজী পরিবার। এবার এই আসন থেকে নির্বাহী কমিটির সদস্য ও বিজিএমইএ সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, জেলা বিএনপির প্রথম যুগ্ম আহŸায়ক ও বিএনপির  কে›ন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি  মোস্তাফিজুর রহমান ভূইয়া (দিপু), জেলা আহŸায়ক কমিটির অন্যতম যুগ্ম আহŸায়ক ও দাউদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফ আহমেদ টুটুল এবং রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, কেন্দ্রীয় যুবদলের সাবেক নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক দুলাল হোসেনের দলে প্রার্থী হিসেবে নাম জানান দিয়েছেন। তবে দল কাকে মােনয়ন দেয় সেই দিকে সবার দৃষ্টি রয়েছে। অপরদিকে রুƒপগঞ্জে  জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসেবে আনোয়ার হোসেন  মোল্লার নাম ঘোষণা হয়েছে। আড়াইহাজার আসনে এবার প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজদ, সাবেক সংসদ সদস্য আতাউর রহমান, কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান। জামায়তের একক প্রার্থী হিসেবে রয়েছেন অধ্যাপক ইলিয়াস মোল্লা। সোনারগাঁ আসনে বিএনপির প্রার্থীতা চাচ্ছেন বিএনপির  কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াস উদ্দিন, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক।  এই আসনে জামায়াতের ইসলামীর প্রার্থী নিশ্চিত হয়েছেন ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া। এনসিপির যুব শক্তি থেকে এ আসনে তুহিন মাহমুদ, আব্দুল্লাহ্ আল আমিন, সদর-বন্দর আসনে আহমেদুর রহমান ও শওকত আলীর নাম শোনা যাচ্ছে। তবে এই দলের নেতাকর্মীদের তেমন সক্রিয় হতে দেখা যায়নি। ফতুল্লা আসনে এবার বিএনপির নির্বাহী কমিটির সদস্য শিল্পপতি মোহাম্মদ শাহ আলম, জেলা বিএনপির  সভাপতি  অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মাসুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, জাসাস  কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিজান খন্দকারসহ ও মশিউর রহমান রণি প্রার্থী হবেন বলে তারা নিজ নিজ অবস্থান থেকে ঘোষণা দিয়েছেন। অপরদিকে জামায়াতের প্রার্থী হিসেবে রয়েছেন নারায়ণগঞ্জ মহানগরের আমির আব্দুল জব্বার। সদর-বন্দর বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আছেন মহানগর বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য আবুল কালাম, মডেল প্রæপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুদুজ্জামান, শিল্পপতি প্রইম গ্রæপের কর্ণধান বাবুল, মহানগর বিএনপির আহŸায়ক সাখাওয়াত  হোসেন প্রমুখ। জামায়াতের  প্রার্থী হিসেবে রয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ও  জেলার সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদ। তবে মাসুদুজ্জামান ইতিমধ্যে তার কার্যক্রম শুরু করে দিয়েছেন। যদিও দলের পক্ষ থেকে মনোনয়ন এখনো নিশ্চিত করেননি।
এছাড়াও অপরদিকে, জাকের পার্টি, ইসলামী আন্দোলনসহ অপর রাজনৈতিক দলগুলো থেকে তেমন কেনো প্রার্থীর ঘোষণা এখনো আসেনি। তবে মাঠ কৌশলে গুছিয়ে নিচ্ছেন জামায়াত ও ইসলামী আন্দোলন এব্যপারে মনোনয়ন প্রত্যাশী ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, দীর্ঘ ১৬ বছর  জুলুম নির্যাতন সহ্য করেছি। দলের জন্যে মাঠে কাজ করেছি। মামলা-হামলার শিকার হয়েছি। তিনি দলের কাছে মনোনয়ন চাইবেন বলে নিশ্চিত করেছেন। অপরদিকে, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের  নেতা  জোট থেকে বিএিনপির মনোনয়ন পাবেন বলে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন। মশিউর রহমান রণি বলেন, মনোনয়ন চাইবো। দল যোগ্য মনে করলে মনোনয়ন দেবেন বলে তিনি আশাবাদী।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা