
ডান্ডিবার্তা রিপোট
আসছে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রাজনীতিতে এক ভিন্ন খেলার আভাস পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিক বা না নিক – ফতুল্লা এবং সদর-বন্দর সংসদীয় আসনে ছোট দলের প্রার্থী এবং নিজ দলীয় বিদ্রোহীরা অভিনব সমীকরণে অবতীর্ণ হতে পারেন বলে মনে করা হচ্ছে। জেলা বিএনপির নেতৃত্বে দীর্ঘদিনের অস্থিরতা ও চেইন অব কমান্ডের অনুপস্থিতি এখন স্পষ্টভাবে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বিভক্তি ও বিদ্বেষের জন্ম দিয়েছে—এমন অভিযোগ উঠছে নানা সূত্রে। ফতুল্লা আসনে ইতোমধ্যে সক্রিয় প্রচারণায় আছেন গিয়াস উদ্দিন।একই আসনে প্রতিদ্ব›িদ্বতার তালিকায় রয়েছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহŸায়ক অধ্যক্ষ মামুন মাহমুদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও শিল্পপতি মোহাম্মদ শাহ আলম, যিনি ২০০৮ সালে সারাহ বেগম কবরীর কাছে মাত্র দুই হাজার ১০০ ভোটে পরাজিত হয়েছিলেন। এছাড়া রয়েছেন সাবেক ছাত্রদল নেতা ও জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মাশুকুল ইসলাম রাজীবসহ আরও অনেকে। অন্যদিকে সদর আসনটি এখন বিএনপির অভ্যন্তরীণ প্রতিদ্ব›িদ্বতার সবচেয়ে বড় পরীক্ষাক্ষেত্রে পরিণত হয়েছে। এ আসনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন মহানগর বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, ক্রীড়া সংগঠক ও মডেল গ্রæপের মালিক মাসুদুজ্জামান মাসুদ এবং দলের বর্ষীয়ান নেতা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। সা¤প্রতিক সপ্তাহগুলোতে সাখাওয়াত হোসেন ও মাসুদুজ্জামান মাসুদের মধ্যে তীব্র বাকযুদ্ধ ও পারস্পরিক অবিশ্বাস স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন তুলেছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন, এই স্নায়ুযুদ্ধ ক্রমেই অস্থিতিশীলতার দিকে গড়াতে পারে।দলের ভেতরের এ দ্ব›েদ্বর বাইরে থেকে নিজস্ব অবস্থান ধরে রেখেছেন প্রাইম গ্রæপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার ও দীর্ঘদিনের বিএনপি সহযোদ্ধা আবু জাফর আহমেদ বাবুল। তিনি আত্মবিশ্বাসী ব্যবসায়ী নীরবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। মনোনয়ন নিয়ে তাঁর প্রতিক্রিয়া ছিল তাৎপর্যপূর্ণ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি মনে করেন আমি উপযুক্ত, তবে আলহামদুলিল্লাহ।’ গত ঈদের আগে শহরের বিভিন্ন কর্নারে তাঁর ‘ঈদ শুভেচ্ছা’ পোস্টার সাড়া ফেলেছিল। পরবর্তীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মিশনপাড়ার অফিস ভবনে তাঁর বিশাল ব্যানার এবং ৮২টি পূজা মÐপে ২৫ হাজার টাকা করে মোট ২০ লাখ ৫০ হাজার টাকার অনুদান বিতরণের খবর শহরজুড়ে আলোচনায় আসে। এ প্রতিযোগিতা শুধু বাবুলেই থেমে নেই। বিএনপি মনোনয়নপ্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ ৭০টি পূজা মÐপে ৭ লাখ টাকার অনুদান দিয়েছেন, আর নির্দলীয় প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেন বন্দরের ২৮টি মÐপে ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে অনুদান দিয়েছেন। বন্দরের রাজনীতিতে আলোচিত এই নির্দলীয় প্রার্থী মাকসুদ হোসেন এখন বিএনপি প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছেন। অভিজ্ঞদের মতে, বন্দর উপজেলায় তাঁর প্রভাব এতটাই দৃঢ় যে, তাঁকে উপেক্ষা করে কেউই সহজে জয়ের আশা করতে পারেন না।মাত্র কয়েক মাস আগে ৫ আগস্টের আগে অনুষ্ঠিত বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ওসমান পরিবারের সমর্থিত প্রার্থী আব্দুর রশিদকে প্রায় ১০ হাজার ভোটে পরাজিত করে সাড়া ফেলেছিলেন। এই জয়কে অনেকে নারায়ণগঞ্জ রাজনীতির ‘টার্নিং পয়েন্ট’ বলছেন। নির্বাচন কমিশনের সর্বশেষ সীমানা পুনর্নিধারণেও নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের ভোটে নির্ধারিত হতো সদর আসনের এমপি। কিন্তু এখন ১০টি ওয়ার্ড সোনারগাঁও ও ফতুল্লা আসনে যুক্ত হওয়ায় ভোটের ভারসাম্য পুরোপুরি বদলে গেছে।বর্তমানে বন্দরের ৯টি ওয়ার্ড ও শীতলক্ষ্যার পশ্চিম তীরের ৮টি ওয়ার্ড মিলিয়ে মোট ১৭টি ওয়ার্ডের ভোটাররাই ঠিক করবেন সদর-বন্দর আসনের পরবর্তী সংসদ সদস্য কে হবেন। এদিকে সদর আসনে সাখাওয়াত হোসেন ও মাসুদুজ্জামান মাসুদের মুখোমুখি অবস্থান নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে। প্রতিটি মÐপ, সংগঠন ও সামাজিক আসরে এখন আলোচনার কেন্দ্রে এই দুই প্রতিদ্ব›দ্বী। হিন্দু স¤প্রদায়ের শারদীয় দুর্গোৎসবকে ঘিরে মনোনয়নপ্রত্যাশীদের অনুদান ও শুভেচ্ছা প্রতিযোগিতা যেন নির্বাচনী প্রচারণার এক নতুন অধ্যায় খুলে দিয়েছে। এই স¤প্রীতির আড়ালে চলছে এক নিঃশব্দ রাজনৈতিক লড়াই, যা ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্বকে বহুগুণ বাড়িয়ে তুলেছে নারায়ণগঞ্জের রাজনীতিতে এক উত্তপ্ত অধ্যায়ের সূচনা করে।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯