
ডান্ডিবার্তা রিপোট
নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতা ও সরকারের নিষ্ক্রিয়তার কড়া সমালোচনা করেছেন মডেল ডি ক্যাপিটাল গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারি অবহেলায় নারায়ণগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি এখন মহামারীর রূপ নেওয়ার সন্নিকটে। এ অবস্থায় তিনি নারায়ণগঞ্জকে ‘রেড জোন’ ঘোষণার দাবি জানিয়ে নিজস্ব উদ্যোগে মশা নিধন ও রোগী চিকিৎসায় বিশেষ সহায়তা কার্যক্রম শুরু করার ঘোষণা দেন।ডেঙ্গু পরিস্থিতি ও সরকারের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাসুদুজ্জামান মাসুদ বলেন, নারায়ণগঞ্জ শহরে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে। আমরা প্রায় প্রতিদিনই হাসপাতালে ভর্তি হওয়া গুরুতর রোগীদের খবর পাচ্ছি। অনেকেই হাসপাতালে জায়গা না পেয়ে বাধ্য হয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। অথচ সরকার এখনো পর্যন্ত ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রামক মশা নিধনে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। সরকারের অবহেলায় নারায়ণগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি আজ মহামারির রূপ নেওয়ার সন্নিকটে। অবিলম্বে নারায়ণগঞ্জকে ডেঙ্গু বিস্তারের ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করে দ্রæত ডেঙ্গু রোগী চিকিৎসায় ও প্রতিরোধে জরুরী বরাদ্ধ প্রদান করতে হবে।তিনি বলেন, নারায়ণগঞ্জের এমন পরিস্থিতিতে আমরা নিশ্চুপ থাকতে পারি না। প্রাথমিকভাবে আমরা চারটি নতুন, আধুনিক ফগার মেশিন সংগ্রহ করেছি, যা শহর ও বন্দর এলাকায় প্রতিদিন মশা নিধনের কাজে ব্যবহৃত হবে। আমি বিশ্বাস করি, এই কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু এবং অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে। আমরা আজ খানপুর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থার খোঁজ-খবর নিয়েছি। যতটুকু সম্ভব, রোগীদের চিকিৎসাসেবা যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। আমাদের একটি অ্যাম্বুলেন্স ২৪ ঘণ্টা প্রস্তুত রাখা হয়েছে, যাতে ডেঙ্গু আক্রান্ত রোগীরা প্রয়োজনে দ্রæত চিকিৎসাসেবা পেতে পারেন।মাসুদুজ্জামান মাসুদ আরও বলেন, এই পরিস্থিতিতেই নয়, করোনা মহামারিতেও সাধারণ মানুষের পাশে থেকেছি—কাজ করেছি নিঃস্বার্থভাবে। আমি একান্তভাবে বিশ্বাস করি, দোষারোপ নয়; সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর সমাধান খুঁজে বের করতে হবে। আমরা সমাজের সকল বিত্তবান ও ব্যবসায়ী সংগঠক বিকেএমইএ, চেম্বার অব কমার্স ও ইয়ান মার্চেন্টসহ সকলকে এগিয়ে আসতে হবে।তিনি আরও বলেন, আমরা শুধু ডেঙ্গু নয়, নারায়ণগঞ্জের দীর্ঘদিনের ট্রাফিক সমস্যার সমাধানে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছি। সুপেয় পানির সংকট নিরসনে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে বিভিন্ন এলাকায় গভীর নলক‚প স্থাপন করেছি, যাতে মানুষ একটু স্বস্তিতে বাঁচতে পারে। জনস্বাস্থ্য ও নাগরিক সুবিধা নিশ্চিত করাই আমার অঙ্গীকার। আমি বিশ্বাস করি, এই সব উদ্দ্যোগই আগামী দিনে নারায়ণগঞ্জবাসীর জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। আমি আপনাদের সকলের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করি যাতে আমরা সবাই মিলে এই শহরকে একটি সুস্থ, সচেতন ও উন্নত নগরী হিসেবে গড়ে তুলতে পারি।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯