আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | দুপুর ১২:১৮

ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না

ডান্ডিবার্তা | ০৬ অক্টোবর, ২০২৫ | ৯:২০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোট
গতকাল রবিবার ১১ টায় সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডে ডনচেম্বার প্রভাতী সংসদ এর ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জনসচেতনতা এবং ডেঙ্গুর লার্ভা ধ্বংসে রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয়।গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, ডেঙ্গুর বর্তমান ভয়াবহতার মূল কারণ হলো মশা নিধনে কর্তৃপক্ষের চরম অবহেলা। গত দুই মাসে আমরা একবারও মশার ওষুধ ছিটাতে দেখিনি, দেখিনি কোন কার্যকর উদ্যোগ গ্রহণ করতে । বিভিন্ন এলাকার খাল-নালায় পানি জমে মশার বংশবৃদ্ধি হচ্ছে এবং এর ফলস্বরূপ এখন শিশুরাও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাইরে নারায়ণগঞ্জের নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। নাগরিকরাই নগরের সবচেয়ে বড় কর্তৃপক্ষ। নাগরিকরা যদি সচেতন না হয়, দায়িত্বশীল না হয়, বাড়ির আঙ্গিনাসহ আনাচে কানাচে পরিস্কার পরিচ্ছন্ন না রাখে তবে কোন ভাবে ডেঙ্গুর প্রকোপ থেকে নগরবাসীকে রক্ষা করা যাবে না।তিনি আরো বলেন, যদি সিটি কর্পোরেশন নিয়মিতভাবে কার্যকর ওষুধ ছিটাতো এবং নালা পরিষ্কারে মনোযোগ দিতো, তবে ডেঙ্গুর প্রকোপ এমন মারাত্মক আকার ধারণ করতো না। এ দায় সিটি কর্পোরেশন এড়াতে পারে না। ডেঙ্গু পরিস্থিতি ক্রমে উদ্বেগজনক হলেও সময় ফুরিয়ে যায়নি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলা স্বাস্থ্য বিভাগকে অবশ্যই সমন্বিতভাবে জরুরি ভিত্তিতে উদ্যোগ গ্রহণ করতে হবে। সিটি কর্পোরেশনকে এখনই মশার প্রজননস্থল ধ্বংসে ক্রাশ কর্মসূচি গ্রহণ করতে হবে।জনসচেতনতা কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন, ক্রীড়া সংগঠক আলমগীর হোসেন আলম, সমাজ সেবক শাহীন আউয়াল, সমাজ সেবক তৌহিদুল ইসলাম তৌহিদ, প্রভাতী সংসদের সংগঠকের কবির হোসেন, সেলিম আহমেদ, আরিফুল হাসান, আর এ রিয়াদ, সাওম সাফাতুল, সাকিব হাসান, আদনান আকাশ প্রমুখ।
ই-




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা