আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | সকাল ৮:৪৩

রশিদ চেয়ারম্যানের ফাঁসি দাবিতে মানববন্ধন

ডান্ডিবার্তা | ০৬ অক্টোবর, ২০২৫ | ৯:২৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইয়াসিন হত্যা মামলায় গ্রেপ্তার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদ মেম্বারের ফাঁসি দাবিতে আদালত চত্বরে মানববন্ধন করেছেন ফতুল্লা থানা শ্রমিক দলের নেতৃবৃন্দ। গতকাল রবিবার সকালে এ মানববনন্ধন অনুষ্ঠিত হয়। এসময় নেতাকর্মীরা রশিদের বিরুদ্ধে ¯েøাগান দেন এবং তার ফাঁসি দাবি করেন।মানববন্ধনে বক্তারা বলেন, “রশিদ একজন খুনি। সে বিগত ফ্যাসিবাদ সরকারের শাসনামলে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদলের সাথে আঁতাঁত করে ভ‚মিদস্যুতা করেছে। মাটির সিন্ডিকেট তৈরি করে ইটভাটাগুলোতে চড়া মূল্যে মাটি সরবরাহ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের সময় ওসমান পরিবারের হয়ে তার অনুসারীদের মাঠে নামিয়েছিল। ফ্যাসিবাদ সরকারের পতনের পর সে কৌশলে বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে আসীন হয়। অথচ তার বিরুদ্ধে অন্তত চারটি হত্যা ও হত্যা চেষ্টা মামলা রয়েছে।এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের নারায়ণগঞ্জ জেলা শাখার সহসভাপতি আব্দুল মান্নান মুন্সি, সহসভাপতি কবির হোসেন,সহসাধারণ সম্পাদক মো. ডালিম সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, সদস্য মো. জামাল প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা