আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | সকাল ৮:৩৪

ইউএস বাংলা হাসপাতালে ডাক্তারের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ

ডান্ডিবার্তা | ০৬ অক্টোবর, ২০২৫ | ৯:৩৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
রূপগঞ্জে ইউএস বাংলা নামক একটি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় ওসমান গনী নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় নিহত ওসমান গনীর বিক্ষুব্ধ স্বজনেরা পরে হাসপাতালে ভাংচুর করেন বলে জানা গেছে। গতকাল রোববার সকালে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় অবস্থিত ইউএস বাংলা হাসপাতালে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত ওসমান গনী উপজেলার তারাব পৌরসভার রূপসী বাগবাড়ী এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। মৃতের ছেলে মেহেদী হাসান বলেন, রোববার সকালে হঠাৎ বাবার বুকে ব্যাথা উঠে। তাৎক্ষণিক বাবাকে চিকিৎসার জন্য স্থানীয় প্রাইভেট হাসপাতাল ইউএস বাংলা হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে চিকিৎসক আমার বাবাকে চিকিৎসা দিতে অবহেলা করে ৪০ মিনিট দেরি করেন। পরে পরিবারের লোকজন ব্যাথা বেশি হলে চিকিৎসককে জানালে তারা একটি ইসিজি পরিক্ষা করান। পরে দ্বায়িত্বরত ওই চিকিৎসক আমার বাবাকে মৃত ঘোষণা করেন। অথচ একটা ইসিজি করতে সর্বোচ্চ ১০ মিনিট প্রয়োজন কিন্তু তারা অবহেলা করে ৪০ মিনিট অযথাই পার করে দেন। একটু আগে চিকিৎসা করালে আজকে আমার বাবা বেঁচে থাকতেন। হাসপাতালে কতৃপক্ষের কাছে অভিযোগ দিতে গিয়ে উল্টো হয়রানি হতে হয়েছে। থানা থেকে পুলিশ আনিয়ে আমাদেরকে জোর করে বাসায় পাঠানো হয়। আমাদের পরিবার থেকে আইনি ব্যবস্থা নিবো। ইউএস বাংলা হাসপাতালের জেনারেল ম্যানেজার মিজানুর রহমান জানান, রোগী মৃত অবস্থায় হসপিটালে আনা হয়েছিল। যেহেতু হসপিটালে তাৎক্ষণিক ডাক্তার উপস্থিত ছিলেন না, তাই প্রথমে ইমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয় এবং দ্রæত ইসিজি রুমে পরীক্ষা করা হয়। পরে ডাক্তার এসে রোগীর অবস্থা পরীক্ষা করে নিশ্চিত করেন যে রোগী আগেই মারা গেছেন। চিকিৎসকের সমস্ত প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা দুই পক্ষের বক্তব্য নিয়েছি। তদন্ত করে দেখা শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।এর আগে গত বছরের ৩০ জানুয়ারি ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু হয়। এ সময় নিহত নবজাতকের স্বজনেরা হাসপাতালে গেলে ওই হাসপাতালে থাকা লোকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় হাসপাতালের লোকজনের হামলায় নবজাতকের স্বজন সানোয়ার সিকদার, আনোয়ার সিকদার, মাহমুদা আক্তার, আম্বিয়া খাতুন, আক্তার হোসেন, শাহীন মিয়াসহ ৯ জন আহত হন। এ ঘটনার ছবি ধারণ করতে গেলে দুইজন সংবাদকর্মীকে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা বেধড়ক মারধর ও লাঞ্ছিত করে। একপর্যায়ে তার মোবাইল কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়।স্থানীয়দের অভিযোগ, ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায়শ ভুল চিকিৎসায় মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়া চিকিৎসার সময় ডাক্তারদের অবহেলা ও গাফলতির অভিযোগও রয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা