
ডান্ডিবার্তা রিপোট
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, গত পাঁচই আগস্ট জুলাই বিপ্লবের পরে বিএনপির কিছু নেতা কর্মীর বিরুদ্ধে অযথা মিথ্যা মামলায় তাদেরকে জড়ানো হয়েছে। সে বিষয়ে আমি বলতে চাই যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলার সূত্র সহ সকল মামলার ডকুমেন্টসহ পুলিশ সুপার বরাবর একটা দরখাস্ত লিখবেন আগামী দুই দিনের মধ্যে।সেটা দেখবেন ভিন্ন ভিন্ন ভাবে মামলার নম্বর সহকারে ইউনিয়ন কমিটির সভাপতি ও সেক্রেটারির কাছে জমা দিবেন তারা আমাদের কাছে জমা দিবে। যারা বিএনপি করে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা তাদের বিষয়ে খোঁজখবর নিয়ে সুপারিশ করে আমাদের কাছে জমা দিবেন।আমরা সেটাকে এসপির কাছে গিয়ে জমা দিব। আমরা চাই না এই এলাকার যারা বিএনপি করেছে তারা কোন মিথ্যা মামলা হয়রানি হোক । ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন যারা মিথ্যা মামলা খেয়েছেন তাদেরকে সেই মামলা থেকে বাদ দেওয়ার জন্য। আর আমরা সফল হবো ইনশাল্লাহ। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন সদর থানা বিএনপির অন্তর্গত আলীরটেক ইউনিয়ন বিএনপির কর্মীসভা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। গতকাল রবিবার বিকেল নারায়ণগঞ্জ সদর থানার আলীরটেক ইউনিয়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।তিনি বলেন, আগামী ফেব্রæয়ারি মাসে আমাদের জাতীয় সংসদ নির্বাচন। আমাদের এই আলীরটেক ইউনিয়নটি নারায়ণগঞ্জ-৪ আসনের মধ্যে পড়েছে। কিন্তু তাতে আমাদের কোন ক্ষতি নাই আপনারা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক আওতাধীন।নারায়ণগঞ্জ ৪ আসনে অনেককেই প্রার্থী থাকবে। আপনারা কোন প্রার্থীকে অবলম্বন করবেন না। আপনার অবলম্বন করবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ ও ধানের শীষের পক্ষ।আপনারা সবাই ধৈর্য ধারণ করে থাকবেন। যেই নমিনেশন পাবে আর যাকেই ধানের শীষের নমিনেশন দেওয়া হবে তার পক্ষে আপনারা সবাই কাজ করবেন। সেই প্রার্থীর পক্ষে কাজ করে বিএনপিকে বিজয় করে বিএনপিকে সুসংগঠিত করা যায়। তিনি আরো বলেন, আজকে ইউনিয়ন বিএনপির কর্মীসভায় অনেক ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি নেই কিন্তু হাজির হয় নাই। এতে করে বুঝা যায় তারা অযোগ্য। অযোগ্যতা দিয়ে আর ইউনিয়নের ওয়ার্ড কমিটি হবে না। আগামী ১৫ দিনের মধ্যে যারা নিষ্ক্রিয় তাদেরকে বাদ দিয়ে যারা সক্রিয় যারা আন্দোলন সংগ্রামী ছিল তাদেরকে নিয়ে নতুন করে কমিটি করে থানা বিএনপির সভাপতি ও সেক্রেটারির জমা দিবেন। ইনশাল্লাহ দ্রæত সময়ের মধ্যে আমরা সেই কমিটির অনুমোদন করিয়ে দিব। একটা কথা সবসময় মনে রাখবেন আমরা বিএনপি করি। আমরা পরস্পর পরস্পরের ভাই।আমাদেরকে একসাথে থাকতে হবে। আমরা যদি নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করি তাহলে আমাদের প্রতিপক্ষ দেখবেন তারা কিন্তু এই নির্বাচনে সুবিধা নিবে। সুতরাং আপনারা কিন্তু সেই সুবিধাটা তাদেরকে নিতে দিবেন না।আমাদের সবাইকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বার্থে সবাইকে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দল ও ধানের শীষের প্রার্থীর পক্ষে জন্য কাজ করতে হবে।পরে মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে আলীরটেক ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন বাজার, পথচারী ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ লিফলেট বিতরণ করেন।আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা।
ই-
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯