
ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরে কথিত যুবদল নেতা অস্ত্রধারী সন্ত্রাসী কাজী সোহাগকে তার গ্রæপে স্থান দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। তার নিজস্ব অফিসিয়াল গ্রæপে সে ছবিও আপলোড করে এ সমালোচনার জন্ম দিয়েছেন। তার এ কর্মকান্ডে সমালোচনার ঝড় বইছে। সম্প্রতি সদর-বন্দর আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপিতে যোগ দেওয়া মাসুদুজ্জামান ‘ভালো মানুষদের’ নিয়ে রাজনীতি করার ঘোষণা দিয়েছেন। তবে একটি ছবি প্রকাশের পর সেই ঘোষণা দিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। মাসুদকে ফুল দিতে দেখা গেছে একজন অস্ত্রধারীকে। কাজী সোহাগ নামের ওই ব্যক্তি ইতোপূর্বে অস্ত্রবাজী ও গ্যারেজ দখলের ঘটনায় সমালোচিত হয়েছেন। মাসুদুজ্জামানকে ধারাবাহিকভাবে বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতারা শুভেচ্ছা জানাতে তার কারখানায় মডেল গ্রæপে ভিড় করছেন। সেখানেই সোহাগ ফুল দিয়ে মাসুদকে শুভেচ্ছা জানান। মাসুদুজ্জামানের অফিসিয়াল গ্রæপে সে ছবিও আপলোড করা হয়েছে। গত ২১ জানুয়ারি সন্ধ্যা বন্দর সিএনজি স্ট্যান্ড দখল নিতে লোকজন নিয়ে মহড়া দেয় কাজী সোহাগ এ সময় তারা বেশ কয়েকটি সিএনজি ভাঙচুর করে। ওই সময়ে কাজী সোহাগকে প্রকাশ্য অস্ত্র নিয়ে ধাওয়া ও গুলি ছুড়তে দেখা যায়। এঘটনায় গত ২২ জানুয়ারি বন্দর থানায় কাজী মাহবুব সোহান ওরফে কাজী সোহাগ সহ ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০জনকে অভিযুক্ত করে সিএনজি স্ট্যান্ড এর চালক সমিতির যুগ্ম-সম্পাদক আনোয়ার মোল্লা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে কাজী মাহবুব সোহান ওরফে কাজী সোহাগ সহ ৮জনের নাম উল্লেখ ও ৫০জনকে অজ্ঞাত আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত বাকিরা হলো কাজী সোহাগের ভাই স্বদেশ, সিরাজদৌল্লাহ ক্লাব সংলগ্ন মিয়া বাড়ির মৃত গরিব উল্লাহর ছেলে আকাশ, খান বাড়ির মো. রশিদের ছেলে কিমন খান, মদনগঞ্জ এলাকার নায়েব আলীর ছেলে মো. রশিদ, দড়ি সোনাকান্দা এলাকার আশরাফ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে কালা জাহাঙ্গীর, আদমপুর জিওধারা এলাকার ইউসুফের ছেলে শাহীন, র্যালি আবাসিক এলাকার কালু মিয়ার ছেলে আব্দুর রহমান। অভিযোগের ৫দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া গুলি ছোড়ার ভিডিও পর্যবেক্ষনের পর ২৭ জানুয়ারি অভিযোগটি মামলা আকারে গ্রহণ করেন বন্দর থানা পুলিশ। কাজী সোহাগের বিরুদ্ধে এর আগে একাধিকবার বন্দর থানায় অভিযোগ দায়ের হয়েছে। বন্দর খেয়াঘাট সংলগ্ন কাঠপট্টি এলাকায় একজন গ্যারেজ মালিককে গ্যারেজ ব্যবসা তাকে বুঝিয়ে দিতে হুমকি প্রদর্শন করে। অন্যথায় তাকে মাটিতে মিশিয়ে দেওয়ার হুমকি দেয়। এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ নিউজ নারায়ণগঞ্জে ভাইরাল হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী ওই গ্যারেজ থানায় অভিযোগ করলেও কোনো মামলা গ্রহণ করা হয়নি। ওই ভিডিওতে সোহাগকে বলতে শোনা যাচ্ছে গ্যারেজ মালিককে গ্যারেজ ছেড়ে চলে যেতে বলা হচ্ছে। সেই সাথে তাকে বলা হচ্ছে আপনার ভাগ্য ভালো আপনি খান মাসুদের লোক হওয়ার পরও আপনাকে এখন পর্যন্ত কিছু বলিনাই। আপনাকে তো ইচ্ছা করলে এখনোই মাটির সাথে মিশিয়ে দিতে পারি। এতো কিছুর পর অবৈধ অস্ত্রধারী এই কাজী সোহাগকে আশ্রয় প্রশ্রয় দিয়ে চলেছেন বিএনপির শীর্ষ নেতারা। মহানগর বিএনপির নেতা মাজহারুল ইসলাম জোসেফ ছাড়াও তাকে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের পাশে দেখা গেছে। ১২ ফেব্রæয়ারি তাকে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মহানগর বিএনপির নেতা মাজহারুল ইসলাম জোসেফ। সেখানে অধ্যাপক মামুন মাহমুদ ও মাজহারল ইসলাম জোসেফের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অস্ত্র মামলার প্রধান আসামি এই কাজী সোহাগ। অন্যদিকে কাজী সোহাগ যুবদলের কেউ নয় বলে বিবৃতি দিয়েছিলেন মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহম্মেদ। কোন অপরাধারী সন্ত্রাসীর কর্মকান্ডের দায় মহানগর যুবদল নিবে বলে গণমাধ্যমে বিবৃতি দিয়ে সাফ জানিয়ে দিয়েছিলেন যুবদলের এই দুই শীর্ষ নেতা। পাশাপাশি অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছিলেন।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯