আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | বিকাল ৪:০২

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত

ডান্ডিবার্তা | ০৭ অক্টোবর, ২০২৫ | ৯:৪৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় কবরস্থানের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো (হ-৩১-৫২৪৫) নম্বরের মোটরসাইকেলটি দ্রæতগতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কে পড়ে গেলে পিছন দিক থেকে আসা একটি প্রাইভেট কার তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। পুলিশের এ এস পি মাহেদী ইসলাম জানিয়েছে, মোটরসাইকেলটি জব্দ করে থানায় আনা হয়েছে এবং নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ চলছে। প্রাইভেটকারটি আটক করা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা বলেন, অতিরিক্ত গতি ও অসতর্ক চালনার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম বলেন, তারাবো বিশ্বরোড থেকে সড়ক দুর্ঘটনায় নিহত একজনের লাশ উদ্ধার করা হয়েছে ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা