আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | দুপুর ১২:২৭

আড়াইহাজারে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

ডান্ডিবার্তা | ০৭ অক্টোবর, ২০২৫ | ৯:৪৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আড়াইহাজারে ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে এম আলম গ্রæপ কর্তৃক অনিয়মিত নিয়োগ, অর্থ লুটপাট ও দুর্নীতির অভিযোগে দায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় আড়াইহাজার বাজারে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় যারা মিথ্যা তথ্য ও অপপ্রচারের মাধ্যমে ইসলামী ব্যাংকের সুনাম নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহŸান জানানো হয়। মানববন্ধনে গ্রাহকদের পক্ষে বক্তব্য রাখেন শফি উদ্দিন মোল্লা, নুরুল আমিন, আরিফুল ইসলাম খোকা ও মেহেদী হাসান অর্ণব প্রমুখ। মানববন্ধে কয়েকশ গ্রাহক অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক এক সময় দেশের ব্যাংকিং খাতে আস্থা ও নৈতিকতার প্রতীক ছিল। কিন্তু কিছু অনৈতিক কর্মকাÐ ও অবৈধ নিয়োগের কারণে ব্যাংকের ভাবমূর্তি আজ প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। তারা অভিযোগ করেন, এস আলম গ্রæপ কর্তৃক বিভিন্ন পর্যায়ে অযোগ্য ও অনভিজ্ঞ কর্মকর্তাদের অবৈধভাবে নিয়োগ দেওয়ায় ব্যাংকের আর্থিক কাঠামো ভেঙে পড়েছে এবং সাধারণ গ্রাহকদের আমানত ঝুঁকির মুখে পড়েছে। বক্তারা আরও বলেন, অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল করে দেশের সব অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে। একই সঙ্গে এস আলম গ্রæপ কর্তৃক পাচারকৃত হাজার কোটি টাকা রাষ্ট্রীয় উদ্যোগে ফেরত আনা এবং সরকার কর্তৃক জব্দকৃত সম্পদ দিয়ে দায়-দেনা সমন্বয়ের দাবি জানান তারা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা