আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | দুপুর ১২:২৭

বর্তমান নকশায় কদম রসুল সেতু দ্রæত বাস্তবায়নের দাবি নাগরিক কমিটির

ডান্ডিবার্তা | ০৭ অক্টোবর, ২০২৫ | ৯:৪৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
শীতলক্ষ্যা নদীর উপর কদমরসুল সেতু নির্মাণ প্রকল্প বর্তমান নকশায় দ্রæত বাস্তবায়নের অনুরোধ জানিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন নাগরিক কমিটি বন্দর থানা শাখার নেতৃবৃন্দরা। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন এর কাছে স্মারকলিপিটি জমা দেন। বন্দর থানা নাগরিক কমিটির সভাপতি ডা. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হযরত আলী রিপন স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শীতলক্ষ্যা নদীর উপর কদমরসুল সেতু নির্মাণ বন্দরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ও ন্যায্য দাবি। বর্তমানে সেতুর অভাবে বন্দর উপজেলার সাথে নারায়ণগঞ্জ শহর ও আশেপাশের গুরুত্বপূর্ণ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছে। প্রতিদিন হাজার হাজার মানুষকে নদী পারাপারে নৌযানের উপর নির্ভর করতে হয়, ফলে যাতায়াতে অযথা সময় নষ্ট হচ্ছে।পরিবহন ব্যয় বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। জরুরি চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছে।পণ্য পরিবহন ব্যবস্থায় মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে এবং মূল্য বৃদ্ধি ঘটছে। ইতোমধ্যে বহু প্রানহানী ঘটছে এবং শতশত মানুষ নৌ দুর্ঘটনায় পঙ্গু হচ্ছে। সেতুর অভাবে সিটি কর্পোরেশনের দুই শহরের যোগাযোগের মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সেতুর অভাবে এই অঞ্চলের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে। যা সেতু নির্মাণের প্রয়োজনীয়তাকে আরও জরুরি করে তুলেছে। জনগণের প্রাণের দাবির প্রতি সম্মান দেখিয়ে অনতিবিলম্বে কদমরসুল সেতু নির্মাণ প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার জন্য আপনার দপ্তরের কার্যকর ও আন্তরিক হস্তক্ষেপ কামনা করছি। আমরা বিশেষভাবে অনুরোধ করছি যে, প্রকল্পের বর্তমান নকশার নির্ধারিত র‍্যাম্পের স্থান অপরিবর্তিত রেখে দ্রæত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হোক। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার সক্রিয় পদক্ষেপ ও যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কদমরসূল সেতু নির্মাণ বাস্তবায়িত হলে শুধু বন্দর উপজেলাবাসী নয়, বরং সমগ্র নারায়ণগঞ্জ জেলার মানুষের জন্য এটি একটি যুগান্তকারী উন্নয়ন মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত হবে। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির বন্দর শাখার সভাপতি ডা. মো. ফারুক হোসেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির বন্দর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, সহ সভাপতি আক্তার পারভিন, অর্থ সম্পাদক মো. জামাল উদ্দিন, নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোসলেহা বেগম রোজী, সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা