
ডান্ডিবার্তা রিপোর্ট
শীতলক্ষ্যা নদীর উপর কদমরসুল সেতু নির্মাণ প্রকল্প বর্তমান নকশায় দ্রæত বাস্তবায়নের অনুরোধ জানিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন নাগরিক কমিটি বন্দর থানা শাখার নেতৃবৃন্দরা। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন এর কাছে স্মারকলিপিটি জমা দেন। বন্দর থানা নাগরিক কমিটির সভাপতি ডা. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হযরত আলী রিপন স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শীতলক্ষ্যা নদীর উপর কদমরসুল সেতু নির্মাণ বন্দরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ও ন্যায্য দাবি। বর্তমানে সেতুর অভাবে বন্দর উপজেলার সাথে নারায়ণগঞ্জ শহর ও আশেপাশের গুরুত্বপূর্ণ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছে। প্রতিদিন হাজার হাজার মানুষকে নদী পারাপারে নৌযানের উপর নির্ভর করতে হয়, ফলে যাতায়াতে অযথা সময় নষ্ট হচ্ছে।পরিবহন ব্যয় বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। জরুরি চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছে।পণ্য পরিবহন ব্যবস্থায় মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে এবং মূল্য বৃদ্ধি ঘটছে। ইতোমধ্যে বহু প্রানহানী ঘটছে এবং শতশত মানুষ নৌ দুর্ঘটনায় পঙ্গু হচ্ছে। সেতুর অভাবে সিটি কর্পোরেশনের দুই শহরের যোগাযোগের মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সেতুর অভাবে এই অঞ্চলের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে। যা সেতু নির্মাণের প্রয়োজনীয়তাকে আরও জরুরি করে তুলেছে। জনগণের প্রাণের দাবির প্রতি সম্মান দেখিয়ে অনতিবিলম্বে কদমরসুল সেতু নির্মাণ প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার জন্য আপনার দপ্তরের কার্যকর ও আন্তরিক হস্তক্ষেপ কামনা করছি। আমরা বিশেষভাবে অনুরোধ করছি যে, প্রকল্পের বর্তমান নকশার নির্ধারিত র্যাম্পের স্থান অপরিবর্তিত রেখে দ্রæত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হোক। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার সক্রিয় পদক্ষেপ ও যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কদমরসূল সেতু নির্মাণ বাস্তবায়িত হলে শুধু বন্দর উপজেলাবাসী নয়, বরং সমগ্র নারায়ণগঞ্জ জেলার মানুষের জন্য এটি একটি যুগান্তকারী উন্নয়ন মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত হবে। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির বন্দর শাখার সভাপতি ডা. মো. ফারুক হোসেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির বন্দর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, সহ সভাপতি আক্তার পারভিন, অর্থ সম্পাদক মো. জামাল উদ্দিন, নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোসলেহা বেগম রোজী, সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯