
ডান্ডিবার্তা রিপোর্ট
টাকা বিনিময়ে আলোচিত মাদক ব্যবসায়ী ও আওয়ামী দোসরদের আহবায়ক কমিটির পদ-পদবী দিয়ে দলকে অনেকটা বিতর্কের মুখে ফেলছেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক ডাঃ মো.শাহীন মিয়া এবং সদস্যসচিব মো.আলম মিয়া। এমনটাই অভিযোগ করছেন তৃনমুলের অনেক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। গত কয়েকদিন যাবত জেলা কৃষকদলের আহবায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত কৃষকদলের কয়েকটি থানা কমিটির অনুমোদিত আহবায়ক কমিটিতে দেখা যায় যে,আলোচিত মাদক ব্যবসায়ী ও আওয়ামী দোসরদের গুরুত্বপুর্ন পদে আসীন করেই দেয়া হচ্ছে নতুন এ কমিটিগুলো। গত ২১ সেপ্টেম্বর জেলা কৃষকদলের আহবায়ক ডাঃ মো.শাহীন মিয়া ও সদস্যসচিব মো.আলম মিয়া স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের প্যাডে সোনারগাঁ উপজেলার ৪০ সদস্য বিশিষ্ট কৃষকদলের আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। সেই কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে দেয়া হয়েছে সোনারগাঁয়ের মোগড়াপাড়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মো.মেহেদী হাসান পাভেলকে। স্থানীয়দের দেয়া তথ্যে জানা যায়, বিগত স্বৈরাচারী সরকারের আমলে মেহেদী হাসান পাভেল আওয়ামী ব্যানারে বিভিন্ন মিছিল-মিটিং বীরত্বের সাথে মাঠ দাবড়িয়েছেন। ৫ আগষ্ট হাসিনা পলায়নের পর কিছুদিন গা ঢাকা দিয়ে অন্যত্র ছিলেন এ পাভেল। বিগত সময়ে আওয়ামী ব্যানারে অবৈধভাবে উপার্জিত মোটা অংকের টাকার বিনিময়ে সে উপজেলার কৃষকদলের যুগ্ম আহবায়কের পদটি লুফে নেন। এ নিয়ে সোনারগাঁয়ের তৃনমুল নেতাকর্মীদের মাঝে ক্ষোভের দানা বাধলেও তাতে কিছু যায় আসেনা জেলা কমিটির আহবায়ক ও সদস্যসচিবের। তৃনমুলের মতে, টাকা বিনিময়ে বিএনপির অন্যতম অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলকে অনেক বিতকেরও মাঠে ফেলে দিয়েছেন জেলা কমিটির দুই কর্নধার। দলের বারোটা বাজলেও তা নিয়ে তাদের কোন ভ্রæক্ষেপ নেই। অপরদিকে আওয়ামী দোসরদেরকে টাকা বিনিময়ে দলে প্রবেশ করিয়ে দলের পাশাপাশি দেশকেও অস্থিতিশীল পরিবেশের মধ্যে ফেলছেন অর্থলোভী ডাঃ শাহীন ও আলম মিয়া। এ বিষয়ে আওয়ামীলীগ নেতা সোনারগাঁও উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক বনে যাওয়া মেহেদী হাসান পাভেলের ব্যবহৃত মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,আমি কখনও আওয়ামীলীগ করিনি। বিগত ইউপি নির্বাচনের সময় চেয়ারম্যান প্রার্থী বাবু ভাইয়ের পক্ষে একটু মিছিল করেছি এতটুকুই। আওয়ামীলীগ করেননি তাহলে আওয়ামীলীগের নেতৃবৃন্দের ছবি ও আপনার ছবি সম্বলিত পোষ্টারে আপনাকে দেখা যাচ্ছে তাহলে কি সেটা ভুয়া এমন প্রশ্নের জবাবে মেহেদী হাসান পাভেল বলেন, সেটা হয়তবা কেউ এডিট করে বানিয়েছে। তৃনমুলের মতে, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের পরিবর্তে টাকার লোভে মাদক বিক্রেতা ও আওয়ামী দোসরকে দিয়ে কৃষকদলের কমিটির বানিজ্যের হোতা জেলা কৃষকদলের আহবায়ক ও সদস্যসচিবের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়ের সদয় হস্তক্ষেপ কামনা করছি।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯