আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | সকাল ৮:৪২

না’গঞ্জে স্বাস্থ্যসেবার চরম অবনতি

ডান্ডিবার্তা | ০৭ অক্টোবর, ২০২৫ | ১০:০৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
রোগী ও তাদের স্বজনদের শতশত অভিযোগ আর নালিশের উপর দাঁড়িয়ে কোনো রকম সেবা দিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলার সবকটি সরকারি হাসপাতাল। বেসরকারি ডায়াগনষ্টিক সেন্টার এবং ক্লিনিকে সেবার মান যে খুব একটা ভালো অবস্থায় আছে তাও-না। ভুল চিকিৎসায় রোগী মৃত্যু, অতিরিক্ত অর্থ আদায়সহ প্রতিনিয়ত বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে অভিযোগ করে আসছেন ভুক্তভোগীরা। অন্যদিকে সরকারি হাসপাতালে গেলে দুপুরের পর কোনো টেষ্ট করা যায়না। সেখানে দাপড়ে বেড়ায় ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিক মালিকদের ভাড়াটে দালালরা। ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের দৌরাত্ম্য চোখে পড়ে দিনভর। যারা ডাক্তারের কেবিনে রোগীর চেয়ে আগে প্রবেশ করে বসে থাকেন। এছাড়া, ডাক্তারদের টেস্ট বাণিজ্য, দায়িত্বে অবহেলা তো রয়েছেই। জানা গেছে, এখনো এই জেলাতে হার্টের রোগীদের কোনো ভালো হাসপাতাল নেই। যার কারণে হৃদরোগের ছোট সমস্যা নিয়ে রোগীরা স্থানীয় হাসপাতালগুলোতে ছুঁটে গেলেও সেখান থেকে ৯০ শতাংশ রোগীকে পাঠিয়ে দেয়া হয় ঢাকায়। তবে এখন এসব থেকে মুক্তি চায় নারায়ণগঞ্জবাসী। স্বাস্থ্যসেবার ব্যাপক পরিবর্তন না হলেও তারা চান যেন হাসপাতালগুলোতে শৃঙ্খলা বজায় থাকে। নারায়ণগঞ্জের স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের লোকজন মনে করেন, বাণিজ্যিক এই জেলার স্বাস্থ্য খাতের এই বেহাল দশার কারণে রাজনীতিবিদ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অসাধু কর্মকর্তা কর্মচারীরা বেশি দায়ী। তাই এই খাতের দুর্বল দিকগুলো নিয়ে কাজ করলে সেবার মান বৃদ্ধি করা সম্ভব বলে মনে করছেন তারা। বিশেষ করে জেলা প্রশাসন, সিটি করপোরেশন চেম্বার অফ কমার্স, সিভিল সার্জনের কার্যালয় এবং স্থানীয় রাজনৈতিক দলগুলো যৌথভাবে কাজ করলে অল্প সময়ে স্বাস্থ্য খাতের চিত্র পাল্টে যাওয়ার সম্ভবনা আছে। এদিকে এসব প্রতিষ্ঠানের অনেকে ইতোমধ্যে এনিয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন। সবশেষ গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের যান চেম্বার অফ কমার্সের নেতৃবৃন্দরা। সেদিন ব্যবসায়ীদের নেতাদের সিটি করপোরেশনের নতুন প্রশাসক আবু নছর আব্দুল্লাহ সরকারি হাসপাতালগুলোতে তাদের সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে আহবান করেন। বলেন, এখনকার হাসপাতালগুলো নিয়ে কাজ করা জরুরী। আপনাদের সহযোগীতা পেলে আমরাও আরেকটু সহযোগীতা করে পুরো চিত্রটা পাল্টে দিতে পারি। আপনারা বিষয়টা নিয়ে একটু ভেবে দেখবেন। তখন চেম্বার অফ কমার্সের নেতারাও তার কাথার সাথে একমত প্রকাশ করে সহযোগীতার আশা দিয়েছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা