
ডান্ডিবার্তা রিপোর্ট
রূপগঞ্জ উপজেলার ডহরগাওয়ে আলেম-ওলামা ও সমাজবাসীর উদ্যোগে গান-বাজনা, নৃত্য ও মাদক সেবনসহ সকল অপকর্ম বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ডহরগাও গ্রামের সমাজসেবক জামাল হোসেনের সভাপতিত্বে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন- মুফতি নুরুল হক ডহরী, মুফতি ইমদাদুল্লাহ হাশেমী, মুফতি ইয়ার মুহাম্মদ, মাওলানা মাহবুব আলম, মোবারক হোসেন, জাকির হোসেন, ফরহাদ হোসেন, আব্দুল্লাহ, হাফেজ অলিউল্লাহ, এডভোকেট শাহাবুদ্দিন, আল মামুন, কাইয়ুম, খলিলুর রহমান, আমান উল্লাহ, নয়ন মেম্বার, জুলহাস, বাদল মাষ্টার, শহিদুল্লাহ, আঃ রহমান, কুদরত আলী, মুহাম্মদ আলী, হাজী জামাল, আক্কাস আলী, আতাবর, সৈকত আলী, চান মিয়া, জজ মিয়া, আবু সাঈদ, হাসু মিয়া সহ শতাধিক ব্যক্তিবর্গ। সভায় বক্তারা বলেন, রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাও গ্রামের বাসিন্দা আব্দুল আলী ভুইয়া ১৯৯৭ সালের ২২ এপ্রিল মাদরাসা নির্মাণের জন্য ১৫ শতাংশ জমি ওয়াকফার মাধ্যমে দান করেন। মাদরাসার নামে দেয়া জমিটি পতিত পড়ে থাকার কারণে এলাকার বখাটে কিছু লোক ওই স্থানে গান-বাজনা ও অসামাজিক কাজকর্ম পরিচালনা করে আসছিল। বহুবার নিষেধ করার পরও অব্যাহত ছিল। পরে গত রবিবার বিকেলে গোলাকান্দাইল ইউনিয়নের দাওয়াত ও তাবলীগের কিছু আলেম-ওলামা ব্যক্তি গান-বাদ্য বন্ধে বাধা দেন। পরে ২ শতাধিক ব্যক্তির উপস্থিতিতে ওঠান বৈঠকের আয়োজন করেন। ওই বৈঠকে উপস্থিত লোকজন ডহরগাও এলাকায় গান-বাদ্যসহ সকল অপকর্ম বন্ধের সিদ্ধান্ত নেন। সেই সাথে ওয়াকফাকৃত জমিতে মাদরাসা নির্মাণের সিদ্ধান্ত দেয়া হয়। তাছাড়া কোনো ব্যক্তি ডহরগাও এলাকায় গান-বাদ্যের আয়োজন ও মাদক সেবন করলে তাদের পিটিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ারও ঘোষণা দেয়া হয়। বিষয়টি এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯